সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনার তৃণমূলের কি আ’ছে? কংগ্রেসের ৭০০ বিধায়ক বর্তমান, মমতাকে বিঁ’ধ’লে’ন অধীর চৌধুরী

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর বর্তমানে কংগ্রেসের পরিস্হিতি নিয়ে সবাই মুখ মুখ খুলছে। আর সেই তালিকায় এবার সবার প্রথমে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই কথা শুনে একেবারে ছুটে গেলেন অধীর রঞ্জন চৌধুরী।

আর ঠিক পরেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজিপির এজেন্ট বলে দাবি করলেন তিনি। গোটা ভারতের মোট বিরোধী ভোটের সংখ্যার পরিমাণ ২০%। সেই কথার উপরেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রশ্নবাণ ছুড়ে দেন, আসলে তৃণমূল এখন কোথায় রয়েছে? সেটা কি তিনি ভেবে দেখেছেন?

মোট চারটি রাজ্যে কংগ্রেসের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, বর্তমানে কোথায় রয়েছে কংগ্রেস? ক্রমশ ক্ষমতা হারাচ্ছে তারা। তাই তাদের উপর কোনভাবেই আর বিশ্বাস করা সম্ভব নয়।দেশের বিরোধী দলগুলোকে এক সঙ্গে লড়াই করা উচিত। এরপরই তিনি সমস্ত বিরোধীদলকে তৃণমূলের হাত ধরার কথা আহ্বান দেন নিজেই।

আরো পড়ুন: জা’লি’য়া’তি থেকে বাঁচতে আজই আপনার আধার নম্বর “লক” করে রাখুন এই পদ্ধতিতে

এর ঠিক পরেই অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় কে সরাসরি বিজিপির এজেন্ট বলে দাবি করেন। তিনি বলেন এটা একটা পাগলের প্রলাপ। তাই এর উত্তর দেওয়ার কোনো মানে হয়না। সারা ভারতে কংগ্রেসের মোট ৭০০ র বেশী বিধায়ক রয়েছে।

তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়েরও কি তাই রয়েছে? দেশের বিরোধী ভোটের সংখ্যা যদি দেখা যায় তাহলে কংগ্রেসের কাছে রয়েছে ২০%। দিদির কাছেও কি এটাই রয়েছে? তার কথায় বিজেপি প্রতি টান লক্ষ করা যাচ্ছে। এতে বিজেপির সুবিধে হবে। মোটকথা এই সব কথা বলে তিনি প্রাসঙ্গিক থাকার মরিয়া চেষ্টা করে যাচ্ছেন।