সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পিতৃপক্ষের এই বি’শে’ষ দিনে সামান্য সোনায় বাড়বে স’ম্প’দ!

আজ ১৭ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনটি খুবই শুভ বলে মনে করা হয়। এই দিনে মা লক্ষ্মীর পূজা করা অত্যন্ত শুভ। শাস্ত্র মতে প্রতিবছর ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে ১৬ দিন যাবত মহালক্ষ্মী ব্রত করা হয় বলে জানা যায়। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিটি গজলক্ষ্মী ব্রত রূপে পালিত হয়। এদিন নাকি মা লক্ষ্মী হাতির ওপর বিরাজমান হন।

ষোড়শ দিনে গজলক্ষ্মীর পুজো করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। কিন্তু এখন এই সময় যেহেতু পিতৃপক্ষ চলছে তাই অনেকেই মনে করেন এখন কোনো শুভ কাজ করা উচিত নয়। বা কোনো নতুন জিনিস কেনা ঠিক হবে না। তবে শাস্ত্রে কিন্তু এর কোনও উল্লেখ পাওয়া যায় না। বরং গজলক্ষ্মী ব্রতর দিনে বিশেষ কেনাকাটার উল্লেখ রয়েছে, যার ফলে ধন বৃদ্ধি বাড়ে বলে মনে করা হয়। এ সময় কী কেনা শুভ আসুন জেনে নেওয়া যাক।

সোনা কেনা শুভ :- ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে মা লক্ষ্মীর উপাসনা অনেকেই করেন। অনেকেই মনে করেন ভগবান বিষ্ণুর স্ত্রী মা লক্ষ্মীর এই দিন শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পূজা করলে সংসারে ধন সম্পদ বৃদ্ধি পায়। এই পূজাকে গজলক্ষ্মীর ব্রত বলে বলা হয়ে থাকে। আর এই ব্রত চলা কালীন সোনা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বলা হয়ে থাকে যে ব্যাক্তি এই দিন সোনা কেনে তাঁর সম্পদ আরো ৮ গুণ বৃদ্ধি পায়।

আরো পড়ুন: টা’কা’র জন্য হোটেলের ক’র্মী’রা অক্ষয় কুমারের গরম মশলার নায়িকাকে আ’ট’কে রেখেছে, কিন্তু এরপর যা হলো

এই গজলক্ষ্মীর পূজা করা হয় কেন?

আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে নিয়ম অনুসারে গজলক্ষী দেবীর পূজা করলে ধনদেবী প্রসন্ন হন। এই পূজো শেষ করে রাতের বেলায় চন্দ্র দেবকে অর্ঘ্য নিবেদন করতে হয়। আর যারা এই পূজা করেন তারা এই দিন কোনো অন্ন খান না আর তাতে লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে আশির্বাদ দান করেন তাঁকে এবং তাঁর পরিবারকে। এই পূজো করলে ধন সম্পদের পাশাপাশি সন্তান লাভ করাও সম্ভব বলে বিশ্বাস করেন অনেকেই।

জেনে নিন এই পূজো করার কিছু মন্ত্র।

১. ওম আদ্য লক্ষ্ম্যৈ নমঃ
২. ওম বিদ্যা লক্ষ্ম্যৈ নমঃ
৩. ওম সৌভাগ্য লক্ষ্ম্যৈ নমঃ
৪. ওম হৃীং শ্রীং ক্লীং মহালক্ষ্ম্যৈ নমঃ