সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যুদ্ধ জাহাজের ম’হ’ড়া আরব সাগরে, নৌবাহিনীতে যু’ক্ত হ’লো নতুন পা’ল’ক

সত্যিই এবার ভারতীয় নৌবাহিনীর মুকুটে আরো এক নতুন পালক, পর্তুগিজ শাসন থেকে মুক্তি পাওয়ার 60 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় নৌ-বাহিনী যুদ্ধ জাহাজের মহড়া দিল আরব সাগরের বুকে। সত্যিই এটা গর্বের বিষয়, যে যুদ্ধ জাহাজ নিয়ে আরব সাগরের বুকে প্রথম মহড়া দেওয়া হল, তার নাম আইএনএস বিশাখাপত্তনম। 21 নভেম্বর মুম্বাইতে প্রথম সূচনা হয়েছিল এই যুদ্ধ জাহাজের ‌। P-15B প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছে এই যুদ্ধজাহাজ।

এবার সেই প্রকল্পের আওতায় গোয়ায় সূচিত হলো মার্মাগাঁও। যদি সবকিছু পরিকল্পনামাফিক চলে তাহলে আগামী বছরের মাঝামাঝিতে ভারতীয় নৌবাহিনীর সাথে যুক্ত হবে এটি। এখানেই শেষ নয় বাকি আরো দুটি যুদ্ধজাহাজ 2025 সাল নাগাদ ভারতীয় নৌবাহিনীর সাথে যুক্ত হতে চলেছে।

গোয়া রাজ্যটি একটা সময় যে পর্তুগিজের দখলে ছিল সেটা আমরা সবাই জানি। এবার সেই মুক্তির বছর পৌঁছে গেল ষাটের ঘরে। সেই উপলক্ষে এই উদ্বোধন ও নতুন পথ চলা। আইএনএস বিশাখাপত্তনম যুদ্ধজাহাজে যুক্ত করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সামরিক অস্ত্র। ভারতীয় নৌবাহিনী তরফ থেকে বলা হয়েছে, গোয়ার মুক্তিতে ভারতীয় নৌ-বাহিনী এক দারুণ ভূমিকা পালন করেছিল।

এই ধরনের পদক্ষেপ যে শুধু গোয়ার সাথে ভারতীয় নৌবাহিনীর সম্পর্ক যে সুদৃঢ় করলো সেটা শুধু নয়। এর সাথে দেশ গঠনে যে ভূমিকা সেটা স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করল। সত্যিই এখন বলতেই হয় ভারতীয় নৌবাহিনীর মুকুটে নতুন পালক এই মার্মাগাঁও। গতমাসে নৌবাহিনী তরফ থেকে ফ্রান্সের সহযোগিতায় একটি সাবমেরিনও সূচনা করা হয়েছিল যার নাম রাখা হয়েছে ভেলা।