সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্র’চু’র ধনসম্পত্তির মা’লি’ক হতে চান? আগে দেখে নিন এই রে’খা কি রয়েছে আপনার হা’তে?

হস্তরেখাবিদ্যা নিয়ে চর্চা করেন অনেকেই। এই বিদ্যা নিয়ে যারা চর্চা করেন তাদের বক্তব্য অনুসারে মানুষের ভাগ্যের সব কিছুই নাকি লেখা থাকে হাতে। এই লেখা অনুযায়ী সব কিছু ঘটে মানুষের জীবনে। হাতের আয়ুরেখা যেমন কোন ব্যক্তির আয়ুসীমা নির্দেশ করে তেমনি, ভাগ্যরেখা নির্দেশ করে ভাগ্য। বুদ্ধি রেখা নির্দেশ করে মননশক্তির। এছাড়াও আমাদের হাতে এমন অনেক রেখা রয়েছে যা আমাদের জীবনের বিভিন্ন অংশকে নির্দেশ করে।

তবে এসব ছাড়াও আমাদের চিন্তা ভাবনা, আমরা কি করে ধনী হব। অর্থের প্রয়োজন আমাদের সকলের জীবনে রয়েছে। হাতের একটি বিশেষ শিক্ষা সংস্থা নির্দেশ করে আপনি জীবনে কতটা ধন সম্পত্তির অধিকারী হতে পারবেন। যে রেখাটি টাকাপয়সা নির্দেশ করে তাকে বলা হয় অর্থ রেখা। আপনার হাতের এই লেখাটির যদি একেবারে সোজা হয় তাহলে জানবেন আগামী দিনে আপনি নিশ্চিত ধনবান হয়ে যাবেন।

এই রেখাটি যদি একটু বক্র হয়, তাহলে টাকা আসবে কিন্তু খরচ হয়ে যাবে। হাতের সমস্ত রেখা কিন্তু একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তাই অর্থ রেখা এবং ভাগ্য রেখা, অন্যদিকে জীবন রেখা এবং বুদ্ধির একে একে অপরের সঙ্গে সংযুক্ত। অন্য লেখাগুলো যদি অর্থ রেখার উপর সাদৃশ্যপূর্ণ থাকে তাহলে, ওই ব্যক্তি ধনবান হন এবং সেই ধন তার জীবনে স্থায়ী হয়।

আপনার হাতের শুক্র অঞ্চল যদি যথাযথ থাকে এবং সেখানে যদি তিল থাকে, তাহলে জানবেন আপনি প্রচুর ধনসম্পত্তির মালিক হতে পারবেন। শনির শিখরগামী ভাগ্য রেখা যদি নিচের দিকে থাকে, তাহলে তাকে মঙ্গলসূচক হিসেবে ধরা হয়। ভাগ্য রেখা যদি রবি ক্ষেত্রের কাছে থেমে যায় তাহলে মনে করা হয় ভাগ্যলক্ষ্মীর যোগ তৈরি হবে।

অনামিকার নিচের অংশ এবং শুক্র অঞ্চলের শীর্ষ রেখা যদি স্পষ্ট হয়, তাহলে সেটি মঙ্গলসূচক বলে মনে করা হয়। এমন রেখা থাকলে মানুষের জীবনে টাকার অভাব হয় না। কনিষ্ঠাঙ্গুলি থেকে যদি ভাগ্য রেখা শুরু হয় এবং তা নিরবিচ্ছিন্নভাবে শনি ক্ষেত্রের উপর প্রসারিত হয়ে থাকে তাহলে মনে করা হয় সেটি ধনের সুচক। এমন রেখা থাকলে সেই ব্যক্তির অর্থ ভাগ্য ভালো হয়।