সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবছর দিওয়ালিতে মা লক্ষ্মীর এই মন্দিরগুলো ঘু’রে ঘু’রে দেখুন, মিটবে আ’র্থি’ক স’ম’স্যা!

আগামীকাল দীপাবলি। এই দীপাবলিতে হিন্দু মতে মা লক্ষ্মীর পূজাও করা হয়। এই দিন সন্ধে বেলা অলক্ষী বিদায় করে মা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করা হয়। হিন্দু ধর্মে মনে করা হয় যে, মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারলেই মা লক্ষ্মী সেই ব্যক্তির উপর তাঁর কৃপা করেন। সেই ব্যাক্তির আর কোনো অভাব থাকে না। তবে অনেকেই জানেন না যে মা লক্ষ্মীর এমন কিছু মন্দির রয়েছে যে সেই মন্দির দর্শন করলে অনেক পূণ্য অর্জন হয়। ও সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। মনের যা ইচ্ছে ওখানে মাকে বলে আশা হয় সেটা পূরণ হয় বলেও কথিত আছে।

দক্ষিণ ভারতের তিরুপতির বালাজি মন্দিরের নাম অনেকেই শুনেছেন। গিয়েছেনও অনেক মানুষই আছেন কিন্তু ওই মন্দিরের একটু দূরেই আরো একটি জাগ্রত মন্দির আছে সেটা অনেকেই জানে না। তিরুপতির একটু দূরেই তিরুচূড়া নামে একটি ছোট গ্রাম আছে যেখানে দেবী পদ্মাবতীর সুন্দর মন্দির আছে যা দেখলে জীবন অত্যন্ত সুন্দর হয়ে ওঠে ৷

এই মন্দিরে মা লক্ষ্মীর পূজা করা হয়। এই মন্দিরের গর্ভগৃহে মহালক্ষ্মী, মহাকালী ও মহাসরস্বতী এই সকল দেবতার মূর্তি একসঙ্গে আছে ৷ এই মন্দির বিশাল পুরনো। এতটাই পুরনো যে, নবম দশকের বিভিন্ন গ্রন্থে এই মন্দিরের বিবরণ দেওয়া আছে। এই মন্দিরের এই মন্দির রামজি শিবাজি নামে এক ঠিকা কর্মী নির্মাণ করেছেন।

আরো পড়ুন: ভূ’ত চতুর্দশীতে কাদের ভূ’ত ম’র্ত্যে প্রস্থান করে? জেনে নিন

মা লক্ষ্মীর এই মন্দির অলমেলঙ্গাপূরম নামেও পরিচিত। তাই যারা মা লক্ষ্মীর উপাসনা করেন বা নিজের আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান এই দীপাবলিতে মা লক্ষ্মীর পূজা করুন। আর যদি পারেন ওই মন্দিরে গিয়ে পূজো দিয়ে আসতে পারেন। মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন।