Home আন্তর্জাতিক “ফিনিক্স ঘোস্ট”, রাশিয়ার বি’রু’দ্ধে লড়তে ইউক্রেনকে নয়া ড্রোন পা’ঠা’চ্ছে আমেরিকা

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“ফিনিক্স ঘোস্ট”, রাশিয়ার বি’রু’দ্ধে লড়তে ইউক্রেনকে নয়া ড্রোন পা’ঠা’চ্ছে আমেরিকা

ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ এখনো থামেনি। আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন এইসময় ইউক্রেনের পাশে দাঁড়াতে 80 কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ছয় হাজার 117 কোটি নয় লক্ষ 60 হাজার টাকার সামরিক অস্ত্র পাঠানোর কথা বিবেচনা করেছেন।

এ পর্যন্ত ইউক্রেনকে 25 হাজার 997 কোটি টাকার সামরিক সাহায্য পাঠিয়েছে আমেরিকা। আমেরিকার এম777 হাউৎজার কামান এবং হামভি সামরিক অস্ত্র ইউক্রেনে পাঠাবে বলে জানা যাচ্ছে। ইউক্রেন প্রেসিডেন্টকে 1 লক্ষ 44 হাজার গোলা পাঠাবে বাইডেন।

এর মধ্যে সেরা অস্ত্র হিসেবে রয়েছে ফিনিক্স ঘোস্ট। একে অন্যতম শক্তিশালী ড্রোন হিসেবে উল্লেখ করেছে আমেরিকা। আমেরিকার বায়ু সেনা তত্ত্বাবধানে এভেক্স এরোস্পেস সংস্থা এই ড্রোন তৈরি করেছে।

আরো পড়ুন: Eden Gardens-এ এবার IPL-র জো’ড়া ম্যাচ, থা’ক’বে দর্শক, ব’ড়ো ঘোষণা সৌরভের

এর আগে কোথাও এই ড্রোন ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে আমেরিকা। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে এই প্রথমবার নিজের দক্ষতা প্রমাণ করতে চলেছে এই ড্রোন।

রাশিয়াকে প্রত্যাঘাত করতে আমেরিকা 121 টির বেশি ফিনিক্স ঘোস্ট পাঠাবে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে এই ড্রোন একমাত্র ইউক্রেনের ডনবাস অঞ্চল বাঁচাতে পারে বলে জানা যাচ্ছে।

একেকটি ফিনিক্স ঘোস্ট একবার ব্যবহার করা যেতে পারে। শত্রুপক্ষের ট্যাংক বিমান এবং সেনাদল ধুলিস্যাৎ করতে এর একটি আঘাত যথেষ্ট। এটি তৈরি করার খরচ তুলনামূলকভাবে কম।

তবে এটি বিপুল ক্ষমতায় আঘাত হানতে পারে। এই ড্রোনের আরও কিছু সাফল্য রয়েছে যা এখনই প্রকাশ করতে রাজি নয় বাইডেন সরকার।