সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অ’বৈ’ধ’ভা’বে নেপাল থেকে ভারতে প্র’বে’শে’র সময় পানিট্যাঙ্কি থেকে গ্রে’ফ’তা’র দুই তিব্বতি শ’র’ণা’র্থী

অবৈধভাবে নেপাল থেকে ভারতে প্রবেশের সময় পানিট্যাঙ্কি থেকে গ্রেফতার দুই তিব্বতি শরণার্থী

অবৈধ ভাবে নেপাল থেকে ভারতে প্রবেশের সময় সীমান্তের পানিট্যাঙ্কি চেকপোস্ট থেকে দুই তিব্বতি শরণার্থী গ্রেফতার। ধৃতদের নাম টেমডিন সেরিং(৩৩) ও কারমা গেলেক(৩২)। দুজনেই তিব্বতের বাসিন্দা। শনিবার ধৃত দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালত তোলা হয়।

এসএসসি সূত্রে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় নেপালে থেকে ভারতে প্রবেশের সময় দুজনকে দেখে সহেন্দ হয় এসএসএবির জাওয়ানদের। তারা প্রথমে পরিচয় পত্র হিসাবে ভারতীয় আধার কার্ড দেখায়। সেখানে দেখা যায় দুজনের বাড়ি হিমাচল প্রদেশের খানিয়ার বাসিন্দা। এরপর ধৃতদের তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় তিব্বতের শরণার্থীর শংসাপত্র।

এছাড়া দুটি আই ফোন ও একটি ফোন,ভারতীয় আধার কার্ড, ভারতীয় ভোটার কার্ড, নগদ নেপালের ৪২৫০০ টাকা এবং ভারতীয় ১৫০০ টাকা উদ্ধার করা হয়। এরপর রাতে দুজনকেই খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। পুলিশ ধৃতদের জনকেই গ্রেফতার করে। খড়িবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তে স্বার্থে ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে।