সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উচ্চ প্রাথমিক-গ্রুপ B, গ্রুপ C-পদে চা’ক’রি করে দেওয়ার না’মে কো’টি কো’টি টা’কা তুলেছেন তৃণমূল নেতা

আবারো সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠলো। এবারের অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েক জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠল ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সম্পাদক তথা প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ বেরার বিরুদ্ধে তৃণমূল দলের একাধিক নেতা অভিযোগের আঙ্গুল তুলেছেন।

সোমনাথ বেরার বিরুদ্ধে অভিযোগ, কাউকে গ্রুপ ‘সি’, কাউকে গ্রুপ ‘ডি’, আবার কাউকে আপার প্রাইমারির শিক্ষক পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছেন ঐ ব্যক্তি। পূর্ব মেদিনীপুর জেলা তমলুক ব্লকের অঞ্চল সভাপতি থেকে শুরু করে বুথ সভাপতি, প্রাক্তন পঞ্চায়েত সদস্যরা ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। প্রতারিত নেতারা অভিযুক্ত ওই তৃণমূল নেতার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

তমলুক ব্লকের নীলকুণ্ঠ্যা অঞ্চলের বুথ সভাপতি আশিস মান্নার অভিযোগ তার এক আত্মীয়কে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ১৩ লক্ষ টাকা নিয়েছে ওই ব্যক্তি। অনন্তপুর ১ নম্বর অঞ্চল সভাপতির থেকে নিয়েছেন ২১ লক্ষ টাকা। তমলুক ব্লকের প্রাক্তন যুব সভাপতি শশধর সামন্ত নিজের ছেলের চাকরির জন্য সোমনাথকে ১৬.৫০ লক্ষ টাকা দিয়েছিলেন বলে দাবি করেছেন। তমলুক ব্লকের প্রায় ৩৫ জনের কাছ থেকে প্রায় ২ কোটিরও বেশি টাকা তুলেছেন অভিযুক্ত, এমনটাই জানা গিয়েছে।

তবে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের চাকরি দেওয়া হয়নি। উপরন্তু তারা কেউ টাকাও ফেরত পাননি। এই নিয়ে তৃণমূল নেতৃত্বকে একাধিকবার জানানোর পরেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেছেন অভিযোগকারীরা। যদিও চাপের মুখে করে কিছু চেক দিয়েছিলেন সোমনাথ বেরা। তবে সেই চেকগুলি পরে বাউন্স হয়ে যায়। তৃণমূলের অভ্যন্তরে এই দুর্নীতি সংক্রান্ত অভিযোগ করতেই রাজ্য শাসকদলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি।