সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তৃণমূলের প্রশংসক শিবসেনা মমতাকে দিলো বড়ো ঝ’ট’কা, জো’ট নিয়ে প্রশ্নচিহ্ন

আসন্ন লোকসভা নির্বাচনকে টার্গেট করে এগোচ্ছে মোদি বিরোধী দলগুলি। তবে আসন্ন নির্বাচনে নদীর বিপরীত বিরোধিতার মুখ কে হবেন সেই নিয়ে এখনো কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। এমতাবস্থায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য নিজেকে বিরোধী শক্তির মুখ হিসেবে তুলে ধরার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আবার উল্টোদিকে শিবসেনা রাহুল গান্ধীকে বিরোধী দলের মুখ হিসেবে সমর্থন জানিয়ে আসছে।

দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীবাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। এবার মহারাষ্ট্রের শাসক দল শিবসেনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ হওয়ার দাবিকে খারিজ করে দিয়ে বলেন তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি কার্যত খেলা খারাপ করে দেবে! এরা পরোক্ষে বিজেপিকেই সমর্থন করবে!

শিবসেনার মুখপত্র ফের দেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে কংগ্রেসের বর্তমান মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধীর তুলনা করেছে। মুখপত্রের দাবি, প্রিয়াঙ্কা গান্ধীর কাজের ধরন তার ঠাকুরমা ইন্দিরা গান্ধী র মতই। লখিমপুর হিংসার মামলাকে ধামাচাপা দেওয়ার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন প্রিয়াঙ্কা, এমনটাই দাবি করা হয়েছে ওই মুখপত্রে।

এছাড়া কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী প্রসঙ্গে বলতে গিয়ে সেখানে লেখা হয়েছে রাহুলই একমাত্র নেতা যিনি দিল্লির সরকারের সবথেকে শক্তিশালী বিকল্প হয়ে উঠতে পারবেন। মহারাষ্ট্রে কংগ্রেস আর এনসিপির সঙ্গে জোট বেঁধে শিবসেনা এখন মহা বিকাশ অঘাড়ি সরকার চলছে।