সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মমতার সা’থে শেষের দিকে, মোদির সা’থে প্রথম সারিতে, বাবুলকে তীব্র ক’টা’ক্ষ গেরুয়া শিবিরের

গতবছরের বিধানসভা ভোটকে কেন্দ্র করে একাধিক বিজেপি ও তৃণমূল নেতারা দলবদল করেছে এবং দলবদল করার পরপরই বিরোধী দল তাদের নিয়ে কটাক্ষ করেছে যদিও বিধানসভা ভোট হয়ে যাওয়ার পর, এই রকম একটি দলবদলের খেলা শেষ হয়ে গেছে বলেই মনে করা হচ্ছিল, এমন সময় এই খেলা নতুন করে আবার চালু করে দিল বাবুল সুপ্রিয়।

হঠাৎই রাজনৈতিক মহলে শোনা গেল বাবুল সুপ্রিয় কে নিয়ে গুঞ্জন এবং জানা গেল বাবুল সুপ্রীয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। সংসদ বাবুল সুপ্রিয়র এরকম কাজ সবাইকে বেশ অবাক করে দিয়েছে। রাজনৈতিক মহলে প্রবেশ করার পর পর এই বিজেপির হাত ধরে সে নেতার রূপ ধারণ করেছিল কিন্তু হঠাৎ এমন কি হলো যে ৭ বছর থাকার পর হঠাৎই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন?

২০১৪ সালে বিজেপিতে প্রবেশ করেন বাবুল সুপ্রিয় এবং টানা সাত বছর ধরে তিনি কেন্দ্রীয় মন্ত্রী পদে ছিলেন। বিজেপিতে থাকাকালীন তৃণমূল তাকে “হাফ প্যান্ট মন্ত্রী” বলে কটাক্ষ করতো, যদিও সমস্ত কটাক্ষের কড়া জবাব দিতে ছাড়েননি বাবুল সুপ্রিয়। তিনি তৃণমূলের কোনো কটাক্ষকেই কানে নেননি বরং কড়া জবাব দিয়ে এক হাত নিতেন প্রত্যেক তৃণমূল নেতা নেত্রীদের, সে কিনা হঠাৎই তৃণমূলে যোগ দিলেন।

https://www.facebook.com/IndranilKhan/posts/10226686980986381

ব্যাপারটা চিন্তার বিষয় হলেও বোঝা যাচ্ছে খেলাটা বেশ ভালোই জমেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাবিনেটের রদবদল করার পরেই কেন্দ্রীয় মন্ত্রী পদ হাতছাড়া হয়ে যায় বাবুল সুপ্রিয়র, শুধুমাত্র বাবুল সুপ্রিয় তা নয় অনেক বড় বড় সাংসদরাও পদ হারায়। বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন যে, তিনি রাজনৈতিক মহল থেকে সোজা সন্ন্যাস নেবেন কিন্তু এই সন্ন্যাস নেওয়ার বদলে যে তিনি তৃণমূলে যোগদান করবেন তা অনেকেই বুঝতে পারেনি।

তৃণমূলে যোগদান করার পর থেকেই বিজেপির নেতা বাবুল সুপ্রিয়র ওপর দিয়ে আসছে বিজেপি নেতা নেত্রীদের একাধিক বিদ্রুপ। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয় এবং যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে গলা মিলিয়ে গান করতে শোনা এবং দেখা যায় বাবুল সুপ্রিয়কে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই বিজেপির নেতা-নেত্রীদের তরফ থেকে ধেয়ে আসে বিদ্রূপ বাবুল সুপ্রিয়কে ঘিরে।

২০২১এর নির্বাচনে বিজেপি প্রার্থী কসবার ডাক্তার ইন্দ্রনীল খাঁ তিনি একটি ছবি পোস্ট করে সেখানে ওপরে দেখান বাবুল সুপ্রিয়র সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এবং নিচে থাকে মমতা ব্যানার্জির সঙ্গে বাবুল সুপ্রিয় ছবি। ছবিটি শেয়ার করে ইন্দ্রনীল খাঁ ক্যাপশন হিসেবে লেখেন, “ওপেনিং ব্যাটসম্যান থেকে সরাসরি টুয়েলভ ম্যান হয়ে গেলেন”।