Home রাশিফল সৌভাগ্য আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর কৃ’পা পেতে এই নিয়মগু’লো পালন করুন

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর কৃ’পা পেতে এই নিয়মগু’লো পালন করুন

বৃহস্পতিবার মানেই লক্ষীবার। এই দিন প্রত্যেকের বাড়িতেই মা লক্ষ্মীর পুজো হয়। এই বিশেষ দিনে যদি পূর্ণিমা হয় আর সেদিন পুজো করলে তো দ্বিগুণ ফল পাওয়া যায়। সকলেই মা লক্ষ্মীর যে কৃপা পেয়ে থাকেন তা কিন্তু নয়। বরং কিছু নির্দিষ্ট নিয়ম-নীতি মেনে পুজো করলে তবেই পাওয়া যায় মা লক্ষ্মীর আশীর্বাদ।

এই কয়েকটি নিয়ম আপনি মেনে চলছেন তো দেখে নিন? সকালে রান্না ঘরে ঢোকার আগে স্নান করে নিন যদি স্নান সেরে পুজো করেন তারপরেই রান্নাঘরে ঢুকুন। কারণ রান্নাঘরে মা লক্ষ্মী থাকেন বলে মনে করা হয়। শুদ্ধচিত্তে এবং পরিষ্কার বস্ত্র পরিধান করে রান্নাঘরে প্রবেশ করলে মা অন্নপূর্ণা বিশেষ খুশী হয়ে থাকেন।

রান্নাঘরে কিংবা খাবার ঘরে বসে ঝগড়াঝাঁটি অশান্তি করবেন না এতে সংসারের অমঙ্গল হয়।। ঘরের মধ্যে জোরে কথা বলা কিংবা দাপাদাপি করা উচিত নয়। সব সময় ঘর ঝাঁটা দিয়ে পরিষ্কার করে রাখা উচিত। প্রতিটি বাঙালি বাড়িতে বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করা হয় তাই নিষ্ঠা ভরে পুজো করুন।

আরো খবর: করে দেখালেন সৌমিত্র খাঁ, নিজের কে’ন্দ্রে একাধিক দূরপাল্লার ট্রেনের স্টপেজ করালেন বিজেপি নেতা

প্রত্যেক বাড়ির মহিলা যদি এই কয়েকটি নিয়ম মেনে চলেন তবে তাদের বাড়িতে লক্ষ্মী বাঁধা থাকবে বলেই মনে করা হয়। এছাড়া মা লক্ষ্মীকে এই দিন সুপারি অর্পণ করতে পারেন।

এদিন মা লক্ষ্মীকে তেল সিঁদুর অর্পণ করতে পারেন তার ফলে অক্ষত থাকবে আপনার সিঁথির সিঁদুর। এছাড়া এই দিন রান্না ঘরে গোবর দিয়ে পরিষ্কার করতে পারেন। এর ফলে লক্ষ্মীর সঙ্গে সঙ্গে কুবের আপনাকে বিশেষ আশীর্বাদ করবেন।