সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজকেই শে’ষ তা’রি’খ! রান্নার গ্যা’স বুকিংয়ে পে’তে পারেন ৯০০ টাকা ছা’ড়

রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ক্রমাগত বাড়ছেই। প্রতি মাসের শুরুতেই দুরুদুরু বুকে রান্নার গ্যাসের নতুন দাম জানার জন্য অপেক্ষা করে থাকেন আপামর ভারতবাসী। বিগত কয়েক মাস যাবত রান্নার গ্যাসের দাম ক্রমাগত বেড়েছে। জুলাই মাসের প্রথম সপ্তাহেও এই ধারা অব্যাহত। দেশের তিন বৃহত্তম জ্বালানি সরবরাহ সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম, এবং ভারত পেট্রোলিয়াম সম্মিলিত ভাবে সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম ২৫ টাকা ৫০ পয়সা বৃদ্ধি করেছে।

বিগত কয়েক মাস ধরে লাগাতার দামবৃদ্ধির পর গত এপ্রিল মাসে ১০ টাকা দাম কমানোর পরেই আবার মে-জুন-জুলাই মাসে ক্রমাগত দাম বাড়ানো হয়েছে। কলকাতায় ভর্তুকিহীন ডোমেস্টিক LPG সিলিন্ডার এখন ৮৬১ টাকায় কিনছেন গ্রাহক। বর্তমান পরিস্থিতিতে যদি কম দামে সিলিন্ডার কিনতে চান তাহলে তার জন্য বড় সুযোগ অপেক্ষা করে রয়েছে আপনার জন্য। আগামী ৩১শে জুলাই পর্যন্ত আপনি বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন।

HP, Indane বা Bharat Gas-এর গ্রাহকরা ৩১ জুলাই অর্থাৎ আজ পর্যন্ত LPG gas সিলিন্ডার বুকিংয়ে ৯০০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যেতে পারেন। কিভাবে? এরজন্য আপনাকে ডাউনলোড করতে হবে পেটিএম অ্যাপ। পেটিএম অ্যাপ্লিকেশন মারফত যে সমস্ত গ্রাহক প্রথমবার গ্যাসের সিলিন্ডার বুক করতে চলেছেন তারাই কেবল এই সুযোগ পাবেন। সেখানে ১৪.২ কেজির সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দামে পেয়ে যাবেন ৯০০ টাকার ছাড়!

এই অফার পেতে গেলে প্রথমে রান্নার গ্যাসের দাম বাবদ ৫০০ টাকা দিতে হবে গ্রাহককে। সেই টাকা দিলে গ্রাহক পেটিএম থেকে ক্যাশব্যাকের একটি স্ক্র্যাচ কার্ড পাবেন। এতে আপনি ১০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৯০০ টাকা পর্যন্ত ক্যাশবাক পেতে পারেন। প্রতিটি স্ক্র্যাচ কার্ডে প্রাপ্ত বিশেষ অফারের মেয়াদ থাকবে ৭ দিন। তার মধ্যেই আপনাকে এই স্ক্র্যাচ কার্ড ব্যবহার করে ফেলতে হবে।