সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই ক্রিপ্টোকারেন্সিতে অতীতে যারা ১ টা’কা বি’নি’য়ো’গ করেছিলেন তা’রা একদিনেই ৪ কো’টি’র মালিক

ক্রিপ্টোকারেন্সিতে যাঁরা ১ টাকা বিনিয়োগ করেছিলেন, একদিনেই তাঁরা ৪ কোটির মালিক। ক্রিপ্টোকারেন্সিতে কোন কয়েন হঠাৎ বেড়ে যাবে, তার কোনও নিশ্চয়তা নেই।

PRiVCY ক্রিপ্টো টোকেনের সঙ্গে সম্প্রতি তেমনটাই হয়েছে। রাতারাতি একদিনেই ৪ কোটি শতাংশ বৃদ্ধি পেল PRiVCY-র মূল্য! গত ১৩ জুন যাঁরা এই ক্রিপ্টোকারেন্সিতে ১ টাকা বিনিয়োগ করেছিলেন, ১৪ জুনই তাঁরা ৪ কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন।

১৩ জুন PRiVCY-র দাম $0.008814;১৪ জুন PRiVCY-র দাম $3,563.70। অর্থাৎ একদিনে প্রায় ৪,০৪,৩২,১৬৬.৮৪% বেড়েছে মূল্য।বর্তমানে PRIV-এর মার্কেট ক্যাপিটালাইজেশন ৫৯ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।ফলে এক রাতেই এটি বিশ্বের চতূর্থ সবচেয়ে মূল্যবান কয়েনে পরিণত হয়েছে PRIV

তবে, বিশেষজ্ঞদের একাংশের ধারণা CoinMarketCap-এর ওয়েবসাইটে ত্রুটির কারণেই এমনটা হয়েছে।ক্রিপ্টো স্টার্টআপ বিনিয়োগের সংস্থা জেনেজিস নেটওয়ার্কের অজিত খুরানা জানান, PRIV নামে একটি টোকেন রয়েছে। একই নামে। একটির ইউনিট দাম ও অপরটির অ্যাসেট গুণ করে মার্কের ক্যাপ গণনার সময়েই সম্ভবত কোনও গন্ডগোল হয়েছে।