সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার বি’শ্বে পালিত হচ্ছে UFO দিবস, রইলো আ’স’ল রহস্য

বিশ্ব আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট দিবস (UFO) শনিবার পালিত হচ্ছে। এই আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট দিবস বহিরাগত মহাকাশে অজ্ঞাত উড়ন্ত বস্তুর অস্তিত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে পালিত হয়।

সব সময়ই মহাকাশ নিয়ে মানুষের কৌতুহল বর্তমান। প্রতিনিয়ত এই মহাকাশ নিয়ে নানান পরীক্ষা-নিরীক্ষা হয়ে চলেছে। গবেষণায়, বারে বারে উঠে আসে নতুন নতুন তথ্য। অনেক স্পটটিং রয়েছে বলে খবর আসে প্রতিনিয়ত।

এই বিশেষ দিনটি এই সকল স্পটগুলো প্রসঙ্গে সচেতনতা বৃদ্ধিতেই পালিত হয়। ২ জুলাই দিনটি অজানা ফ্লাইং অবজেক্টগুলোর অস্তিত্বের জন্য উৎসর্গ করা হয়েছে।

আরো পড়ুন: লক্ষাধিক গাড়ি বা’তি’লে’র প’থে রাজ্য পরিবহণ দপ্তর, আপনার গাড়ি কি আ’ছে তালিকায়? জানুন এখনই

এই দিন অন্য গ্রহ থেকে আসা এলিয়েন এবং বহিরাগত প্রাণীর অস্তিত্বের প্রতি বিশ্বাস প্রকাশ করা হয়। মনে করা হয় তারা পৃথিবী পরিদর্শন করছে।

বিশ্ব UFO দিবস এই কথা প্রচারেই কিংবা এই প্রসঙ্গে সাধারণকে সতর্ক করতেই পালিত হয়। অতীতে ২ দিন পালিত হত বিশ্ব UFO  দিবস। ২ জুলাই ও ২৪ জুন পালিত হত দিনটি।

পরে ২ জুলাই দিনটি বিশ্ব UFO দিবস হিসেবে নির্দিষ্ট করা হয়েছে। বর্তমানে অধিকাংশ দেশে পালিত হচ্ছে এই দিবস।