সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার পৃথিবীর বাইরেও জা’তী’য় পতাকা, ভূপৃষ্ট থেকে ৩০ কিমি উঁ’চু’তে উড়লো তেরঙ্গা

ভারতে স্বাধীনের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে সারা দেশ মেতে উঠেছে নানারকম ভাবে নিজের মতন করে। দু দিন আগেই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ” হার ঘর তেরঙ্গা ” অভিযানের কথা ঘোষণা করেছেন। সেই অনুযায়ী সকল দেশবাসী নিজের বাড়িতে পতাকা উত্তোলন করতে বলেছেন দেশের প্রধানমন্ত্রী।

অথবা নিজের ফোনের প্রোফাইলের জাতীয় পতাকা উত্তোলনের ছবি লাগাতেও বলেছেন তিনি। শুধু তাই নয় ‘hargharteranga.com ‘ বলে একটি অ্যাপ ও চালু করা হয়েছে যেখানে নিজের পতাকা তোলা সেলফি আপলোড করলে মিলবে কেন্দ্রের সার্টিফিকেট।

সেই মতো বহু মানুষ শুরুও করে দিয়েছে পতাকার ছবি সেট করতে নিজের সেলে।আর এই দিন উপলক্ষেই আরো একটা বিশেষ আয়োজন করা হলো । সোমবার সকালে আরও একটি কাজ সম্পন্ন করল ভারতে ছোটদের বিজ্ঞান গবেষণার বেসরকারি সংস্থা স্পেস কিডজ ইন্ডিয়া।

আরো পড়ুন: আগস্টে বি’রা’ট অফার মারুতির, একাধিক গাড়িতেই রয়েছে ব্যা’প’ক ছা’ড়

কথা ছিলো পৃথিবী থেকে ৩০ কিলোমিটার উপরে ওই পতাকা ওড়ানোর পরিকল্পনা ছিল, এটিও ‘আজাদি কা মহোৎসব’-এর অঙ্গ হিসাবে দেখা হচ্ছে। সেই কথা মত স্বাধীনতা দিবসের সকালে ভারতের পতাকা উড়ল গ্রহের বাইরেও। একটা সাদা বেলুনের সাহায্যে মাটি থেকে এক লক্ষ ছ’হাজার ফুট উপরে মেলে ধরা হল দেশের জাতীয় পতাকা।

এই সংস্থা ভারতবর্ষের স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্ণ উপলক্ষে আরো একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল ৭৫০ জন ওই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে তবে সেটা উপগ্রহ উৎক্ষেপণ যন্ত্রের ভুলে সেই উপগ্রহ শেষ পর্যন্ত মহাকাশে হারিয়ে যায়। এই উদ্যোগ আগে কখনো হয়নি বলেই জানা গিয়েছে। ফলে সকল ভারতবাসী খুবই আনন্দিত তা বলার অপেক্ষা রাখে না।