সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার “সরাসরি মুখ্যমন্ত্রী”, জনসংযোগ বাড়াতে ন’য়া হাতিয়ার মমতার

বাংলায় পঞ্চায়েত ভোট যত এগোচ্ছে রাজনৈতিক দলগুলি ততই সাধারণ নাগরিকদের নিজদের প্রতি আকৃষ্ট করতে,নতুন নতুন উদ্যোগ নিচ্ছে।জোর কদমে চলছে ভোটের ময়দানে নিজেদের মজবুত করার প্রস্তুতি। এই আবহেই রাজ্যের শাসক দল এক নতুন উদ্যোগ নিয়েছে।

নতুন এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। এর মাধ্যমে সাধারণ মানুষ ফোন করে নিজেদের অভিযোগ মুখ্যমন্ত্রীকে জানতে পারবে।গত বিধানসভা ভোটের আগে ‘দিদিকে বলো’ কর্মসূচি চালু করেছিল রাজ্যের শাসক দল।

যা অনেকটাই সাফল্য পেয়েছিল। তাই আবারও টেলিফোনে জনসংযোগ কর্মসূচির উদ্যোগ। গত শুক্রবার বাঁকুড়ার পাত্রসায়রে সভা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু শেষ মুহূর্তে তার সভা বাতিল হয়।

কারণ শনিবার সিবিআই তাকে হাজিরা দিয়ে বলেছে। তাই ওই সভায় ভার্চুয়ালি যোগ দেন মুখ্যমন্ত্রী। এখানে বক্তৃতা দিতে গিয়েই এই নতুন কর্মসূচির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

বর্তমানে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নবজোয়ার যাত্রা’ চলছে সারা বাংলা জুড়ে। এরই মাঝে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ উদ্যোগ যে রাজ্যের শাসক দলকে কিছুটা বাড়তি সুবিধা দেবে,তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।