সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার সাধারণ কি-প্যাড ফোনেই মি’ল’বে ডিজিটাল লেনদেনের সু’বি’ধা, জানুন প’দ্ধ’তি

দিনে দিনে গ্রাহকদের জন্য নিত্যনতুন সব ফিচার নিয়ে আসছে NPCI (National Payment Corporation of India) ও ব্যাংকগুলো। UPI , QR কোড স্ক্যানের মত এবার থেকে চালু হতে যাচ্ছে কি-প্যাড মোবাইলে ডিজিটাল লেনদেনের সুবিধা। আপনার হাতের ফোনটি সেই সাধারণ ফোন হলেও আপনি ডিজিটাল লেনদেন করতে পারবেন।

ইউপিআই ১২৩ ব্যবহার করে লেনদেন করা যাবে কিপ্যাড মোবাইল গুলিতে। আপাতত হিন্দি এবং ইংরাজি ভাষায় ব্যাবহার করা যাচ্ছে অ্যাপ্লিকেশনটি। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে খবর খুব শীগ্রই ভারতের বাকি ভাষাতেও এই লেনদেন করা যাবে।

কী ভাবে ব্যাবহার করবেন ?
প্রথমে,আপনার ফোন থেকে ০৮০৪৫১৬৩৬৬৬ ডায়াল করুন।
এরপর কোন ভাষায় লেনদেন করতে চান তা জানতে চাইলে, তা জানান।
এরপর,লেনদেনের করতে ১ টিপুন।
এরপর,যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নাম বলুন।

আরো খবর: প্রাথমিক TET-র উত্তরপত্র যাচাই করার সু’যো’গ পাবেন পরীক্ষার্থীরা, ব’ড়ো ঘোষণা পর্ষদের

এরপর,১ টিপে ব্যাংকের নাম ঠিক বলেছেন কিনা জানান।
তারপর আবার ১ টাইপ করুন লেনদেনের জন্য।
এবার যে মোবাইল নম্বরে টাকা পাঠাতে চান সেটি এন্টার করুন।
এরপর, ১ টিপুন তথ্য ঠিক আছে তা জানাতে।
এবার টাকা পরিমাণ এন্টার করুন।
সব শেষে আপনার ইউপিআই পিন লিখুন লেনদেন সম্পূর্ণ করতে।