সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঘাস-পাতা-কাঠ খেয়েই গত ১০ বছর ধ’রে বেঁ’চে আছেন এই ব্য’ক্তি, দেখুন ভিডিও

মানুষ আর গরু তো এক নয়! তৃণভোজী প্রানী যেমন ঘাস পাতা খেয়ে বেঁচে থাকতে পারে সহজেই কিন্তু তা কি মানুষের পক্ষে সম্ভব? হয়তো সম্ভব, তা না হলে এমন ঘটনা ঘটতই বা কি করে।আজ্ঞে হ্যা, শুনে হয়তো বিশ্বাস করার মতো ঘটনা না, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে দেখাল মধ্যপ্রদেশের শাহডোল জেলার করকটী গ্রামের এক ব্যাক্তি। আমরা মানুষ স্বাভাবিক ভাবে বেঁচে থাকতে হলে ভাত রুটি সবজি মাছ মাংস ডিম এই সব খেতে হবে, আর এই সব স্বাভাবিক মানুষের জন্য সব দিক থেকেই পুষ্টিকর। কিন্তু এই ব্যাক্তি সবাইকে অবাক করে গত ১০ বছর থেকে ঘাস, কাঠ, পাতা খেয়েই দিব্যি বেঁচে আছেন। নাম তার ভুরা যাদব শাহডোল। মানুষ হয়ে এই সব খাওয়ার কথা শুনতেই নিমিষে ভাইরাল হয়েছেন তিনি।

গ্রামের মানুষের কাছে তার এই খাওয়া নতুন কিছু নয় আর তাদের এই নিয়ে কোনও মাথা ব্যাথাও নেই। খিদে পেলেই নাকি তিনি এই সব খেয়ে নেন বিনা দ্বিধায়, তাও আবার কাঁচা।এখন তার এমন হয়েছে স্বাভাবিক মানুষের খাবার খেতে তার ইচ্ছাই করে না। তার জন্য এই সব প্রাকৃতিক খাবারই ভালো। হয়তো শুনতে একটু অবাক লাগলেও, তার নিজের খেতে কোনো অসুবিধাই হয় না। দারিদ্রতাই যে মূল কারণ এটা বুঝতে আশা করি কারো দেরি নেই, ছোট বেলা থেকেই তার এই সব খাওয়ার স্বভাব ছিল।

দুবেলা যখন পেট ভরে খেতে পারত না, তখন এইসবই তার পেট ভরাতো। এই সব খাওয়ার ফলে যে তার কোনো অসুবিধা, সেই সব এখনও হয় নি। দিব্যি কাঠ, পাতা, ঘাস খেয়ে দিব্যি হজম করে ফেলছেন তিনি। তবে চিকিৎসা শাস্ত্রে মানুষের জন্য এই খাবার কোনোভাবেই পুষ্টিকর নয়, আর হজম তো হওয়ার কথাই নয়। তবে কিভাবে তিনি এত বছর থেকে এইসব খেয়ে বেঁচে আছেন এইটাই রহস্যের।