সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই প্রথম প্র’কা’শ্যে আসলেন শ্রদ্ধার বাবা, আফতাবকে নি’য়ে করলেন বি’স্ফো’র’ক অ’ভি’যো’গ

যতক্ষণে খবর পেয়েছিলেন ততক্ষণে তার মেয়ে আর পৃথিবীতে নেই। অবশ্য মেয়ে আর পৃথিবীতে নেই কথাটা বলা ভুল, কথাটা হবে ততক্ষণে তার মেয়ের দেহের টুকরো গুলি পাওয়া যাচ্ছিল এক একটি জায়গাতে। শেষবারের মতো নিজের মেয়েকে একবারও দেখতে পাননি বাবা। কথা হচ্ছে,সদ্য প্রয়াত শ্রদ্ধা ওয়ালকরের।

এই প্রথমবারের মতো শ্রদ্ধার বাবা বিকাশ ওয়ালকর হাজির হলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি এবং যেখানে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন আফতাবের কঠিন শাস্তির দাবি। সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি বলেন,” আমি প্রথমেই মহারাষ্ট্রের উপরাজ্য পাল এবং ডিসিপির সাউথ কে অনেক ধন্যবাদ জানাচ্ছি তারা আমার মেয়ের সঙ্গে ন্যায় বিচার করেছেন।

আমার মেয়ের হত্যাকাণ্ড আমার গোটা পরিবারকে মারাত্মকভাবে আঘাত করেছে। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। পুলিশের উদাসীনতা আমাদেরকে আরও বেশি যন্ত্রণা দিচ্ছিল। পুলিশ যদি অবহেলা না করতো এই ব্যাপারটি নিয়ে তাহলে হয়তো আমার মেয়ে আজকে জীবিত থাকতো।”

আরো খবর: TET পরীক্ষার দিনই ব’ন্ধ থাকবে অনেক লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন চ’ল’বে অ’ন্য রুটে!

তিনি আরও বলেন,”যেভাবে আমার মেয়েকে আফতাব খুন করেছে তার জন্য ওর কঠিন শাস্তি চাই। আমি শুধু আফতাব নয় তার সঙ্গে তার পরিবারের সকলের বিরুদ্ধেই যেন তদন্ত করা হয়। আইনের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। আফতাবের আমি ফাঁসি চাই। চাই প্রত্যেক বাবা-মা যেন ১৮ বয়স পর্যন্ত প্রত্যেকটি সন্তানদের যেন কিছু নিয়মকানুন এর মধ্যে রাখে আর চাই না যে আমার মত পরিণতি সবার হোক।”