সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এটা দিল্লির রা’স্তা না নায়াগ্রা জলপ্রপাত! আপনি ধ’র’তে পারবেন না, রাজধানীর ভিডিও ভাইরাল

দিল্লি হল ভারতের রাজধানী। ভারতবর্ষের আর পাঁচটি মহানগরীর তুলনায় দিল্লি অনেক এগিয়ে বলেই মনে করা হয়। কিন্তু বৃষ্টি হলেই তার চিত্র হয়ে ওঠে ভয়ঙ্কর। দিল্লিতে গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। গত ৩ দিন ধরে অনবরত বৃষ্টি হওয়ার ফলে রাস্তাঘাটে জল জমে একাকার কান্ড। পাবলিকের ভোগান্তির শেষ নেই। এরই মধ্যে দিল্লির কনৌট প্লেস এলাকায় যে ছবি ধরা পড়েছে তা দেখে রীতিমতো চমকে গেছেন দিল্লিবাসীরা। শুধু মাত্র দিল্লিতে নয়, পাশাপাশি আরও অনেকেই চমকে উঠেছেন।

গত কয়েকদিন ধরে জোরদার বৃষ্টির জেরে রাজধানী শহরের একাধিক জায়গা জলমগ্ন। মীরাট, সম্বল, পিলাখুনা, উত্তরপ্রদেশের বুন্দলশহর সহ একাধিক এলাকায় ব্যাপক হারে জল জমেছে।

জলমগ্ন দিল্লির ছবি দেখে কেউ কেউ রাজধানী শহরকে ‘ওয়াটারফল সিটি’ বলে মন্তব্য করেন৷ আবার কেউ ‘কেম্পটি জলপ্রপাত’ বলেও কটাক্ষ করেছেন। বলা ভালো, এই কদিনে এক নাগাড়ে বৃষ্টির জেরে দিল্লি শহরে যে হারে জল জমেছে তা এর আগে কেউ কখনও দেখেননি। রাজধানী শহরের ওই ছবি দেখে দিল্লি না কি নায়েগ্রা জলপ্রপাত তা সত্যিই বোঝা মুশকিল।