সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অ্যালকোহল নয়, এই পানীয় আপনার লিভারের সবথেকে বে’শি ক্ষ’তি করছে

আমাদের ধারণা যারা কিনা মদ খায় তাদের লিভার তাড়তাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন মদ না আরেক ধরনের পানীয় যেটা কিনা মানব দেহের লিভার নষ্ট করার জন্য দায়ী। লিভার মানুষের দেহের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ, লিভার শরীরের বিভিন্ন দূষিত পদার্থ পরিশোধন করতে সাহায্য করে।

যারা অত্যধিক মদ্যপান করে তাদের লিভার স্বাভাবিক ভাবেই কাজ করতের পারে না কিন্তু হালের সমীক্ষা অন্য কথা বলছে, যেকোনো বয়সেই এই সমস্যা দেখা দিতে পারে।

১৯৪৮ সালে বস্টনে ফ্রেমিং হাম হার্ট স্টাডি করে গবেষণা শুরু করেছিলেন সেখানেই তিনি একটি তথ্য পেয়েছিলেন, যে বেশী মদ খেলে নয় বাড়তি চিনি দেওয়া পানীয় খেলে বা অ্যালকোহলহীন সোডাও মানুষের লিভারে চর্বি জমার আশঙ্কা তৈরী করে।

আরো পড়ুন: এই বেসরকারি ব্যাংক ফিক্সড ডিপোজিটে দি’চ্ছে ৮ শতাংশ সু’দ!

এই সব সমস্যা থেকে দূরে থাকতে হলে মিষ্টি দেওয়া পানীয় খাওয়া বন্ধ করতে হবে। বিশেষজ্ঞদের মতে যারা নিয়মিত অ্যালকোহল খান তাদের তুলনায় যারা কিনা নিয়মিত ঠান্ডা পানীয় খান বোতলের তাদের ফ্যাটি লিভারের আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেশী।