সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই জ্যোতিষীর ভবিষ্যৎবাণী কোনদিন ভু’ল হয় না, কোহলির পর কে হবেন নতুন ক্যাপ্টেন বলে দিলেন তিনি

ভারতীয় ক্রিকেট দুনিয়াতে এসেছে নতুন মোড়। ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা করেছেন। যদিও টেস্ট ম্যাচ এবং একদিনের ক্রিকেট সিরিজের ক্যাপ্টেন থাকছেন বিরাট কোহলি। যদিও অনেকে অনুমান করছেন একদিনের ম্যাচেও হয়তো বিরাট কোহলি নিজের অধিনায়কত্ব ছাড়তে চলেছেন।

এই টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি বিরাট কোহলি এবং তার নেতৃত্বাধীন ভারতীয় টিম ভালো ফল না করতে পারে তাহলে স্বভাবতই কোহলির উপর চাপ বাড়বে। বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্বকাপ তো দূরের কথা, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জিততে পারেনি ভারত।

এদিকে আবার শেষের দুই বছর বিরাট কোহলির হাতে কোনো সেঞ্চুরি ওঠেনি। ম্যাচ চলাকালীন কিছু গুরুত্বপূর্ণ অর্ধশতরান তিনি নিতে পেরেছেন ঠিকই কিন্তু বহু ম্যাচে ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে তাকে। ঠিক এই কারণেই এখন ভারতীয় ক্রিকেট টিমের নতুন অধিনায়কত্বের দাবিদার হয়ে উঠেছেন রোহিত শর্মা। রোহিত আগামী দিনে ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক হতে চলেছেন। এমনই এক ভবিষ্যৎবাণী করলেন প্রখ্যাত জ্যোতিষবিদ পণ্ডিত জগন্নাথ গুরুজি।

উল্লেখ্য পন্ডিত জগন্নাথ গুরুজি এর আগে যত ভবিষ্যদ্বাণী করেছেন তা নাকি অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। বিরাট-অনুষ্কার কন্যা সন্তান হওয়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। এছাড়া ভারত শ্রীলংকায় টি-টোয়েন্টি সিরিজে হারবে তাও আগেই বলে দিয়েছিলেন তিনি। সেই তিনিই নতুন ভবিষ্যতে জানালেন রোহিত শর্মা ভারতের নতুন অধিনায়ক হতে চলেছেন। তার এই ভবিষ্যদ্বাণীও মিলে যাবে বলেই অনুমান তার অনুরাগীদের।