সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সরস্বতী পুজোর দিন এই নিয়’ম’গুলো মে’নে চ’লা উচিত, তবেই মিলবে দেবীর আশীর্বাদ

বাঙালি বারো মাসে ১৩ পার্বণ আর এই ১৩ পার্বনের মধ্যে একটি হল সরস্বতী পুজো। এবারে বছরের একেবারে শুরুতেই সরস্বতী পুজো। এই সরস্বতী পুজোর দিনেই শুধু নয় আগে এবং পরেও কিছু নিয়ম কানুন রয়েছে। সেই নিয়মগুলি মেনে চললে দেবী সরস্বতী সন্তুষ্ট হয়ে থাকেন।

দেবী সরস্বতী শিক্ষা শিল্প এবং সাংস্কৃতিক দেবী শুধুমাত্র বিদ্যালয় যেকোনো অশিক্ষা থেকেও দূর করে দেবী সরস্বতী। নিষ্ঠা ভরে দেবীর পূজা করলে সিদ্ধিলাভ হবে। বছরের এই দিনেই তিথি অনুযায়ী বিদ্যার দেবীর আরাধনা করা হয়। ঐদিন শিক্ষার্থীদের কিছু নিয়ম পালন করে চলতে হয়।

সরস্বতী পূজায় রয়েছে এমন কয়েকটি কাজ যেগুলো করলে দেবী রুষ্ট হয়। সরস্বতী পূজার দিন হাত কিংবা পায়ের নখ কাটবেন না। চুল কাটাও বারণ। সরস্বতী পুজোর দিন সেলাই করবেন না।

আরো খবর: দেশের প্রথম প্রজাতন্ত্র দিবসে প্রধান অ’তি’থি কে ছিলেন?

কোনভাবেই কাউকে কোন খারাপ কথা বলা উচিত নয় কারণ এই দিন দেবী সরস্বতী আমাদের জিভে অবস্থান করেন। এ দিন কখনও গাছ কিংবা খেতের ফসল কাটতে নেই।

এদিন গাছ আনন্দ উৎসবে মেতে ওঠে। এই দিন বাড়িতে গাছ লাগানো অত্যন্ত সৌভাগ্যসূচক বলে মনে করা হয়। সরস্বতী পুজোর দিন রাগ ক্রোধ করতে নেই এই দিনে যে কোন খারাপ আচরণ দেবীর অপছন্দ।

সরস্বতী পুজোর দিন হলুদ অথবা সাধারণের কাপড় পরা উচিত। পুজোর সময় যে প্রদীপ জ্বালানো হয় তা যেন কোনভাবেই না নেভে। প্রদীপ নিভে গেলে তা অমঙ্গল বলে ধরে নেওয়া হয়।