সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্ব’ভা’বে’র এই দি’ক’গু’লো আপনার উ’ন্ন’তি’তে বা’ধা হয়ে দাঁ’ড়া’চ্ছে! রাশিচক্রের ফেরেই ক’পা’ল আ’ট’কে

ভালো-মন্দ নিয়েই একজন মানুষ গঠিত হয়। ভালো দিকগুলোর পাশাপাশি আমাদের একজন মানুষের খারাপ দিক গুলির সঙ্গে মানিয়ে নেওয়া উচিত। কোন কোন গুণ অথবা দোষ মানুষের জন্মগত হয় অথবা বংশগত দিক থেকে আসে, আবার কোনো কোনো গুণ অথবা দোষ মানুষের পারিপার্শ্বিক পরিবেশের জন্য তৈরি হয়ে যায়। নিচে প্রত্যেকটি রাশির কিছু দোষ এবং কিছু গুণ নিয়ে আলোচনা করা হল চলুন জেনে নেওয়া যাক আপনি কোন রাশির মধ্যে পড়েন আর আপনার এই সমস্ত দোষ গুণ আছে কিনা।

মেষ রাশি: নিজেকে সবসময় সত্যি প্রমাণ করতে চান এনারা তাই সবসময় ভাবনা চিন্তা না করেই শপথ নিয়ে থাকেন। অনেক সময় কথার মাঝখানে কথা বলে ফেলার অভ্যাসই অন্য মানুষেরা রেগে যান এই রাশির জাতক-জাতিকাদের উপরে।

বৃষ রাশি: যেকোনো বিষয় চিন্তা ভাবনা করে কথা বলে দেবার স্বভাব আছে এই জাতক জাতিকাদের। এছাড়া কথার মাঝখানে দাঁড় ঘষার মতো বদভ্যাস দেখতে পাওয়া যায় এনাদের।

মিথুন রাশি: কোন কারণে অথবা অকারণে খুব বেশি কথা বলতে ভালোবাসেন এনারা। নিজেরাই সব সময় ফোনে ব্যস্ত থাকেন এবং চঞ্চল স্বভাবের হয় এনারা। তবে নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পছন্দ করেন এবং যেকোনো বিষয়ে খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে যান এই জাতক-জাতিকারা।

কর্কট রাশি: এই রাশির জাতক-জাতিকারা অন্যদের কিছুটা এড়িয়ে চলতে ভালোবাসেন। টিভি অথবা মোবাইলে বেশি সময় কাটাতে ভালবাসেন এমন কি কোন সামাজিক অনুষ্ঠানে ফোন নিয়ে থাকতে বেশি ভালোবাসেন। প্রকৃত জীবনে এরা খুব অভিযোগ প্রবন হয়ে থাকেন তাই অন্যদের সঙ্গে থাকতে বিরক্ত বোধ করেন।

সিংহ রাশি: এই রাশির মানুষ এরা অন্যদের থেকে অনেকটাই আলাদা হন। এই রাশির জাতক-জাতিকারা অন্যদের সবসময় ভয় দেখাতে চান এবং সমস্ত জিনিস ব্যক্তিগতভাবে নিয়েছিলেন বলে অনেকেই এনাদের এড়িয়ে চলতে ভালোবাসেন।

কন্যা রাশি: উপদেশ দেওয়ার ক্ষেত্রে কন্যা রাশি দের জুড়ি মেলা ভার। এই উপদেশ দেওয়ার প্রবণতা এতটাই বেড়ে যায় মাঝে মাঝে যে অন্যরা এনাদের থেকে দূরত্ব বজায় রাখতে ভালোবাসেন। এই রাশির মানুষেরা খুব অল্পতেই দুশ্চিন্তা করে ফেলেন এবং পরিবারের সদস্যদের নিয়ে চিন্তা করেন।

তুলা রাশি: খুব সহজে প্রেমে পড়ার অভ্যাস এর কারণে এই জাতক-জাতিকাদের মাঝে মাঝে প্রতারকদের শিকার হতে হয়। এই রাশির মানুষেরা নিজেদের বিষয়ে কোন জিনিস ভাগাভাগি করতে পছন্দ করেন না।

বৃশ্চিক রাশি: এই রাশির মানুষ খুব আত্মকেন্দ্রিক হন। এরা কখনো অন্যের প্রত্যাশা পূরণ করতে চান না। কিন্তু নিজের প্রত্যাশা পূরণ হোক তারা সব সময় চান এনারা।

ধনু রাশি: যেকোনো কাজ খুব তাড়াতাড়ি করে ফেলার ফলে অনেক সময় ভুল হয়ে যায় তাদের। অন্যকে দেওয়া প্রতিশ্রুতি ধরে রাখতে পারেনা এনারা। অফিস থেকে অথবা কাজের ক্ষেত্রে দেরি করে ঢোকার অভ্যাস আছে তাদের।

মকর রাশি: এই রাশির মানুষ বেশিরভাগ চিন্তা করে সময় কাটে দেন অনেকটা। খুব সমালোচনা করে দিনের বেশিরভাগ সময় কাটিয়ে দিতে ভালোবাসেন এই রাশির জাতক-জাতিকারা।

কুম্ভ রাশি: অন্যের জীবনে কি হচ্ছে তা নিয়ে চর্চা করতে ভালোবাসেন এনারা। অনলাইন গেম খেলে সময় নষ্ট করে থাকেন এই সমস্ত জাতক-জাতিকারা তাই এনাদের জীবনে কোন কাজ সফল হয় না।

মীন রাশি: এই রাশির জাতকেরা দিবা স্বপ্ন দেখতে ভালোবাসেন বলে এনাদের কোন প্রতিশ্রুতি সফল হয় না। কঠোর পরিশ্রম করে কাজ করতে চান না এরা, বরং আরাম করে দিন কাটাতে ভালবাসেন এই সমস্ত জাতক-জাতিকারা।