সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিখদের কা’ছে গো’টা দেশ কৃতজ্ঞ, এক সময় শিখ পরিবারের সঙ্গেই দিন কা’টা’তা’ম: মোদি

শুক্রবার শিখ প্রতিনিধিদলের সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন ভারত এবং অন্যান্য দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্কের বন্ধন তৈরি করে শিখ কমিউনিটি। প্রধানমন্ত্রী বলেন গোটা দেশ শিখদের জন্য কৃতজ্ঞ।

স্বাধীনতা সংগ্রামের সময় এবং স্বাধীনতা পরবর্তী সময়ে তাদের ভূমিকা ছিল অনেক। প্রধানমন্ত্রী বলেন শিখেদের প্রতি কৃতজ্ঞ গোটা দেশ। এক ভারত শ্রেষ্ঠ ভারতের জীবন্ত প্রতিমূর্তি হলো শিখেদের ঐতিহ্য। এমনটাই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী আরো বলেছেন শিখেদের গুরু সাহসিকতা এবং সেবাধর্ম শেখান। ভারতবাসী বিশ্বের বিভিন্ন প্রান্তে কোনো সম্পদ ছাড়াই যান এবং সেখানে পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করেন। এটাই নতুন ভারতের স্পিরিট।

আরো পড়ুন: শনিচরি অমাবস্যায় এই বিশেষ টো’ট’কা পা’ল’ন করুন, পাবেন শনিদেবের মহাকৃপা

নতুন ভারত গোটা বিশ্বে পা ফেলছে। প্রতিবারই প্রথম পর্যায়ে পুরনো ধ্যান-ধারণার মানুষ ভারতকে নিয়ে উদ্বেগ প্রকাশ করতেন। এখন তারাই ভারতের উদাহরণ দেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

যারা ভারতের বাইরে রয়েছেন তারা ভারতীয় বার্তা বহন কারী। পরিবেশ রক্ষায় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় শিখেদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। শিখেদের কথা অনুপ্রেরণাদায়ক বলেও উল্লেখ করেন তিনি।