সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চলছে বি’য়ে’র মরশুম, এখন কত দামে বি’ক্রি হ’চ্ছে সোনা?

বাঙালির অগ্রহায়ণ মাস কে বলা হয় বিয়ের মাস। কারণ অধিকাংশ মানুষই এই মাসেই বিয়ে করেন বা বাড়ির ছেলে মেয়ের বিয়ে দেন। আর প্রতিবছরের মত এই বছরেও এই মাসে সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। কোনো ব্যাক্তি যে সোনার কিছু কিনবেন সেই উপায় ছিল না। এই সময়ে এমন দামে যথারীতি মাথায় হাত ক্রেতাদের।

এই মাসে সোনার দাম রোজ রোজ বাড়লেও আজ অপরিবর্তিত রয়েছে বলেই জানা যাচ্ছে। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৮,৫৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৫২,৯৭০ টাকা। এদিন সোনার দাম অপরিবর্তিত থাকলেও দাম কমেছে রুপোর । শুক্রবার ১ কেজি রুপোর দাম কমেছে ২০০ টাকা। আসুন দেখে নেওয়া যাক আজ দুপুর বেলা ১ টা সময় অনুযায়ী কলকাতার সোনা রূপার দাম কোথায় এসে দাঁড়িয়েছে।

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৮৫৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,৮৪০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৮,৫৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৮৫,৫০০ টাকা

আরো খবর: তুলা রাশির লোকেরা কোন রাশির জাতকদের স’ঙ্গে ঘুরতে গে’লে বে’শি আ’ন’ন্দ করতে পারবেন?

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২৯৭ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪২,৩৭৬ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,৯৭০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২৯,৭০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬২,০০০ টাকা।

শেয়ার মার্কেট অনুযায়ী শুক্রবার দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২,৫৯৮.১০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৯৯.৫০ টাকা। শুক্রবার দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৭৯ টাকা।

এছাড়াও বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও আজ দেশীয় বাজারে সোনার দাম বাড়েনি, একই আছে।গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭৫৪.৭১ মার্কিন ডলার। এদিন ১ ট্রয় আউন্স সোনার দাম বেড়ে হয়েছে ১,৭৫৯.০৬ মার্কিন ডলার।