সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনার হাতের আ’ঙ্গু’লের গ’ঠ’ন আপনার ভবিষ্যৎ বক্তা, জানুন আপনার ভা’গ্য

সমুদ্র শাস্ত্রের রচয়িতা ছিলেন সমুদ্র ঋষি। অনেক পুরনো এই শাস্ত্র। এই শাস্ত্র অনুসারে একজন ব্যক্তির চরিত্র বা ভাগ্য সম্পর্কে অনুমান করা যায় অনেক আগে থেকেই। একজন ব্যক্তির শারীরিক গঠন বা ভাবভঙ্গি দেখে ওই ব্যক্তির ভবিষ্যৎ অনুমান করে নেওয়া যায় খুব সহজে।

সামুদ্রিক শাস্ত্র এমন একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞান যেখানে আপনি আপনার শরীরের অঙ্গ বা গঠনের ভিত্তিতে একজন মানুষের ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারেন। সমুদ্র শাস্ত্র অনুসারে, একজন ব্যক্তির শরীরের অঙ্গ গুলির গঠন অনেক গুরুত্বপূর্ণ গোপন তথ্য প্রকাশ করে দেয়।

আজ আঙুলের গঠন সম্পর্কে জেনে নেব সমুদ্র শাস্ত্র কি বলে। আমাদের প্রত্যেকের আঙুলের গঠন ভিন্ন ভিন্ন হয় তাই আঙুলের গঠন দেখে তার চরিত্রের সম্পর্কে ধারণা করা যায় বলে মনে করা হয়।

লম্বা আঙুল: সমুদ্র শাস্ত্র অনুসারে, যে সমস্ত ব্যক্তির আঙুল লম্বা হয় তারা অনেক বেশি আদর্শবাদী হন। এই ধরনের আঙুলের মানুষ কল্পনা প্রবণ এবং সৃজনশীল হয়ে থাকেন। যেকোনো কাজ নিখুঁতভাবে করতে পারেন এরা। শ্রমের পরিবর্তে স্মার্ট উপায় অবলম্বন করতে বেশি পছন্দ করেন এরা।

আরো খবর: পদ্মবিভূষণ পুর’স্কা’রে সম্মানিত ক’রা হলো ORS-র জ’ন’ক দিলীপ মহালনবিশকে

ছোট আঙ্গুল: যাদের হাতের আঙুল ছোট তারা অন্যের সেবা প্রিয় হন। শাস্ত্র অনুসারে, ছোট আঙুলের আধিকারিকরা কঠোর পরিশ্রমের উপর নির্ভর করেন এবং সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবেন। এ সমস্ত মানুষ খুব ভালো করে জানেন কিভাবে অন্যের কাছ থেকে কাজ আদায় করে নিতে হয়।

তবে আচার ব্যবহারের দিক থেকে কিছুটা দুর্বল প্রকৃতির হন এই মানুষগুলো। এরা বিলাস বহুল জীবনযাত্রা অতিবাহিত করতে ভালোবাসেন। নিজের শখ পূরণের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে একবারও ভাবেন না এরা।

আঙুলের গাঁট: সমুদ্র শাস্ত্র অনুসারে যাদের আমলের উপর ঘাটের পরের অংশ লম্বা হয় তারা অত্যন্ত বুদ্ধিমান হন। এই সমস্ত ব্যক্তিদের পড়ালেখার প্রতি আকর্ষণ থাকে। এই লোকেরা যেকোনো সমস্যার একটি ভালো সমাধান বের করার ক্ষমতা রাখেন। বিশ্লেষণ করার ক্ষমতা এদের বেশি থাকে।

মোটা আঙ্গুল: যে সমস্ত ব্যক্তিদের আঙুল মোটা হয় তারা অনেক বেশি কৃপণ হন। এরা অর্থ সঞ্চয় করতে ভীষণ ভালোবাসে। মুখের উপর কথা বলতে পছন্দ করেন তাই রাজনীতি এদের পছন্দের বিষয়।