সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নেপালকে হিন্দু রাষ্ট্র ঘো’ষ’ণা করার প্রক্রিয়া শুরু, সুর চ’ড়া’লে’ন সেদেশের মন্ত্রী

হিন্দুরাষ্ট্রে এবার পরিণত হবে নেপাল? এমনটাই তো শোনা যাচ্ছে। সম্প্রতি নেপালের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রেম আলে কাঠমান্ডুতে একটি সভায় দাঁড়িয়ে এমনই ভাষণ দেয়। তিনি বলেন, নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানানো যেতে পারে।

বিশেষ করে , একাধিক জনগণ যদি এর পক্ষে থাকে তাহলে সহজেই গণভোটের আয়োজন করা যেতে পারে। মোটকথা তিনি তার কথার মাধ্যমে বুঝিয়ে দেন হিন্দু রাষ্ট্র গঠনের দাবিতে তিনি একমত।

প্রেম আলে আরও বিস্তারিত জানায়, নেপাল একটি ধর্মনিরপেক্ষ দেশ। আমাদের সংবিধান অনুযায়ী এটাই সবাই জানে। তবে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে যদি জনসংখ্যা হিন্দু রাষ্ট্রের দিকে হয়।

আরো পড়ুন: SBI গ্রাহকদের জন্য জরুরি খবর, ব্যা’হ’ত একাধিক পরিষেবা

তাহলে নেপাল কে কেন হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে না? সেই সভায় উপস্থিত ছিলেন অজয় সিং। সে এই প্রস্তাবের পক্ষে থেকে প্রশ্ন করেন পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে, যেগুলোকে ইসলামিক দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে।

তাছাড়া খ্রিস্টান দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। তাহলে নেপাল কে হিন্দু গণতান্ত্রিক দেশ হিসেবে ঘোষণা করা হবে না কেন?নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল এবং মাধেসী দলগুলি আহ্বান জানাই , এর পক্ষে ভোট দেওয়ার জন্য।