সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মোদির পায়ে হাত দিয়ে প্রণাম করে শিরোনামে পাপুয়া নিউ গিনীর প্রধানমন্ত্রী, তাকে একবার চিনে নিন

দুই দেশের রাষ্ট্রনায়ক যখন একে অপরের সাথে সাক্ষাত করেন,তখন তারা হাত মেলানোর পাশাপাশি আলিঙ্গনও করেন। কিন্তু কোন দেশের প্রধানমন্ত্রী অপর দেশের প্রধানমন্ত্রীকে পায়ে হাত দিয়ে সম্মান প্রদর্শন করছেন,এমন ঘটনা দেখেছেন কখনও? এবার এমনই বিরল ঘটনার সাক্ষী থাকল বিশ্ববাসী।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী মোদী ভারত-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলির সহযোগিতা সম্মেলনে যোগ দিতে গিয়েছেন পাপুয়া নিউ গিনিতে। রবিবার রাত ১০ টা নাগাদ সে দেশে অবতরণ করে মোদীর বিমান। বিমান থেকে মোদী নামতেই তাঁকে আলিঙ্গন ও করমর্দন করেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে।

এরপর সকলকে অবাক করে দিয়ে মোদীর পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। কিঞ্চিৎ অপ্রস্তুত হয়ে,নিচু হয়ে মারাপেকে জড়িয়ে ধরেন মোদী। এই ঘটনায় সাড়া পড়ে গেছে বিশ্বজুড়ে। রাতারাতি খবরের শিরোনামে উঠে এসেছেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে।

ভারতীয় রীতি অনুযায়ী ছোটরা বড়দের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে থাকেন। মোদী প্রায় ২০ বছরের বড় মারপো’ র থেকে।তাই অনেকে মনে করছেন, ভারতীয় সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করেই তিনি এই কাজ করেছেন। তবে এখনও পর্যন্ত কোনও দেশের প্রধানমন্ত্রীকেই এমন সৌজন্য প্রদর্শন করেননি মারাপে।

পাপুয়া নিউ গিনির নিয়মানুযায়ী সূর্যাস্তের পর সে দেশে কোনও রাষ্ট্রনেতা গেলে তাঁকে আনুষ্ঠানিক ভাবে সম্মান জানানো হয় না। তবে মোদীর জন্য সেই প্রথাও অমান্য করেছে পাপুয়া নিউ গিনি।