সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অঙ্কের ফর্মুলা বলে দেয় কোন বয়সের আ’গে বিবাহ করলে ঝ’গ’ড়া সবথেকে বেশি হয়! জেনে নিন

কোন বয়সে বিয়ে করলে সুখী হবেন? এর উত্তর নির্ভর করে আপনার এবং আপনার সঙ্গীর ঘনিষ্ঠতা এবং সংসার করার ক্ষেত্রে বোঝাপড়ার উপরে। তবে অংকবিদরা কিন্তু সে কথা মানতে নারাজ। বরং তারা দাবি করছেন, একমাত্র অংকের ফর্মুলায় বলে দিতে পারে বিয়ের পর দম্পতি সুখী হবেন কিনা। তাই বিয়ে করার আগে নিজের বিয়ের সঠিক বয়সটা জেনে নিন অংকের ফর্মুলা মেনে।

প্রখ্যাত দুই অংকবিদ টম গ্রিফিথ্‌স এবং ব্রায়ান ক্রিশচিয়ান তাঁদের বই ”অ্যালগোরিদ্‌মস টু লিভ বাই: দ্য কম্পিউটার সায়েন্স অফ হিউম্যান ডিসিশনস’এ এমন একটি ফর্মুলার কথা উল্লেখ করেছেন। সেই ফর্মূলা কাকে বলে দিতে পারে কোন বয়সে বিয়ে করা সবথেকে বেশি সঠিক সময় হিসেবে বিবেচিত হয়। এই ফর্মুলা অনুযায়ী নাকি 26 বছর বয়সে বিয়ে করলে সব থেকে বেশি সফল হয় বিয়ে।

তবে এক্ষেত্রে যে যুক্তি কাজ করছে তা কিন্তু একেবারেই অন্যরকম। যদি কোনও ব্যক্তি মনে করে 40 বছরের মধ্যেই কিছু কাজ শেষ করে ফেলতে হবে, এবং সেই মতো তারা তাদের নির্ধারিত লক্ষ্যের 37 শতাংশ কাজ শেষ করে ফেললে বিয়ে করবেন বলে মনে করে থাকেন, সেক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে বিয়ে করার জন্য 22 বছর বয়সকেই আদর্শ বিয়ের বয়স হিসেবে ধরে নেওয়া হয়।

এখন যদি কেউ মনে করেন 26 বছর বয়সের আগে বিয়ে করবেন, সেক্ষেত্রে তাদের ভবিতব্য কি হবে? টম এবং ব্রায়ান মনে করছেন 26 বছর বয়সে বিয়ে করলে সেই দম্পতির মধ্যে সবথেকে বেশি ঝগড়া হয়। তবে এই থিওরী অবশ্য অনেকে মানতে চান না। কুড়ি থেকে 80 বছর বয়সের মধ্যে জীবনে প্রতিটি স্তরেই চিন্তাভাবনায় নানারকম বদল আসে। পছন্দ-অপছন্দ বদলে যায়। অতএব সেইমতো অনেকে মনে করেন 28 থেকে 32 বছর বয়স বিয়ে করার জন্য আদর্শ। সেক্ষেত্রে সেই দম্পতি সুখী হন।