Home অফবিট আজ দীর্ঘতম চন্দ্রগ্রহণ, গ্রহণের সময় এই কাজগুলি থেকে নিজেকে বি’র’ত রাখুন

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ দীর্ঘতম চন্দ্রগ্রহণ, গ্রহণের সময় এই কাজগুলি থেকে নিজেকে বি’র’ত রাখুন

শুক্রবার শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ হতে চলেছে। বিশেষজ্ঞরা এই সময় চাঁদের  ৯৭ শতাংশ ঢাকা পড়বে বলে জানিয়েছেন। এই আংশিক গ্রহণের সময় সবথেকে ভালোভাবে সাক্ষী থাকতে পারবে উত্তর আমেরিকা।

তবে, ভারতবাসীও নিরাশ হবে না। এই গ্রহণ ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড ধরে চলবে। ২০০১ থেকে ২১০০- এই একশো বছরে দৃশ্যমান ২২৮ টি চন্দ্রগ্রহণের মধ্যে এটিই হতে চলেছে সবথেকে দীর্ঘতম চন্দ্রগ্রহণ। যার ফলে মাসে কখনও দুবার কিংবা তিনবার করেও এই দৃশ্য দেখা যেতে পারে।

এই সময় প্রায় রক্তের মতো লাল হয়ে যাবে চাঁদের রং, যাকে ‘ব্লাড মুন’ বা ‘বিভার মুন’ বলা হয়। আজ দুপুর ১.৩০ টা নাগাদ এই গ্রহণ দেখা যাবে। যার ফলে দিনের আলোতে চন্দ্রগ্রহণ খুব একটা ভালো ভাবে দেখা যাবে না বলেই অনুমান করা হচ্ছে। তবে অসম ও অরুণাচল প্রদেশ থেকে অল্প সময়ের জন্য হলেও, কিছুটা দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

এই গ্রহণের সময় খাওয়া-দাওয়া করা, ঘুমানো, নখ কাটা উচিৎ নয়। গ্রহণ ছেড়ে গেলে ওই কাপড়েই গঙ্গা স্নান সেরে খাবার খাওয়া উচিৎ। এই সময় আচার, মোরব্বা, দুধ, দই জাতীয় খাবারে তুলসী পাতা দিয়ে রাখতে হয়। বিশেষত এই সময় গর্ভবতী মহিলাদের কিছু খাওয়া কিংবা সবজি কাটা উচিৎ নয়।