সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মেয়ে এখনো জী’বি’ত, রয়েছে কাশ্মীরে! শীনা বোরা হ’ত্যা’কা’ণ্ডে ইন্দ্রানীর দা’বি ঘিরে ৯ বছর পর শোরগোল

সম্প্রতি সিবিআই অধিকর্তাকে চিঠি পাঠিয়েছি শিনা বরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ইন্দ্রানী মুখোপাধ্যায় জানালেন, তার মেয়ে এখনো জীবিত রয়েছে আর সে রয়েছে কাশ্মীরে। চিঠিতে ইন্দ্রানী দাবি করেছেন, সম্প্রতি জেলে এক মহিলার সঙ্গে তাঁর সাক্ষাৎকার হয়েছিল যে মহিলা তাকে জানিয়েছেন, কাশ্মীরে শিনার সঙ্গে দেখা হয়েছিল তাঁর। ওই মহিলার দাবি কে উল্লেখ করে সিবিআই এর কাছে আর্জি জানিয়েছেন ইন্দ্রানী যাতে তার মেয়ের খোঁজ করা হয় কাশ্মীরে। এই প্রসঙ্গে আদালতে একটি আবেদন করেছেন তিনি।

২০১৫ সাল থেকে মুম্বাইয়ের বায়তুল্লাহ জেলে বন্দী রয়েছেন ইন্দ্রানী তার একমাত্র মেয়েকে হত্যা করার অভিযোগে। গত মাসেই বোম্বে হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছেন ইন্দ্রানী। মেয়েকে খুন করার অভিযোগে ছয় বছর জেল খাটা ইন্দ্রানী এবার এমন একটি চাঞ্চল্যকর দাবি করলেন যা শুনে রীতিমতো শোরগোল পড়েছে সর্বত্র।

ইন্দ্রানী গাড়িচালক শ্যামবর রাই গ্রেফতার হওয়ার পর শীনা বরা হত্যাকাণ্ডের ঘটনাটি সামনে উঠে আসে। পুলিশের কাছে ওই ড্রাইভার জানিয়েছিল, ইন্দ্রানী শ্বাসরোধ করে খুন করে শিনাকে। ২০১২ সাল থেকে নিখোঁজ হয়ে যায় শিনা। গুহাটিতে শিনা এবং তার ভাই দাদু দিদার কাছে থাকতেন। ইন্দ্রানী মুম্বাই চলে যান সকলকে ছেড়ে, সেখানে পিটার মুখোপাধ্যায় কে বিয়ে করেছিলেন তিনি।

সবকিছু জানতে পেরে মুম্বাই ইন্দ্রানীর কাছে হাজির হন শিনা। ইন্দ্রানী তখন সকলের কাছে শীনাকে নিজের বোন বলে পরিচয় দেন।মুম্বাইয়ে গিয়ে সব কথা সকলকে জানিয়ে দেবেন এমন হুমকি ইন্দ্রানীকে দিত শিনা। এর মধ্যেই শিনার সঙ্গে পিটারের ছেলে রাহুলের একটি সম্পর্ক গড়ে ওঠে। শিনা যখন নিখোঁজ হয়ে যায় তখন রাহুলকে জানানো হয়, পড়াশোনার জন্য বিদেশে গিয়েছেন শিনা। প্রায় তিন বছর পরে হত্যাকাণ্ডের ব্যাপারটি সকলের সামনে প্রকাশ্যে আসে। এই ঘটনায় ইন্দ্রানী পিঠার এবং ইন্টারনেট প্রথম পক্ষের স্বামীকে গ্রেফতার করে পুলিশ। গতবছর জামিন পান পিটার। এখনও জেলে বন্দী হয়ে রয়েছেন ইন্দ্রানী এবং তার প্রাক্তন স্বামী।