সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চিনা প্রধানমন্ত্রীকে নিয়ে দুটি বাক্য খরচ করতেই চাকরি হারালেন চাইনিজ যুবক! ১৯ কোটি টাকা জরিমানা

দেশের নামে কোন কথা বলাও দেশদ্রোহিতার নামান্তর। মাত্র দুটি বাক্য তাও আবার কোন আগেও কিছু না ভেবেই উচ্চারণ করেছিলেন দুই যুবক। ব্যাস তাদের উপর নেমে এলো শাস্তির খাড়া। যুবকের সংস্থা বড়সড় বিপদের মুখে পড়ল।

চীনের কৌতুক সংস্থার সাংহাই শিয়া ওগো কালচার মিডিয়া কোম্পানির কপালে নেমে এসেছে শনি। তাদের কাজ রসিকতা করা লোকজনকে হাসিয়ে তাদের সংসার চলে। কিন্তু তাদের রসিকতা মাত্রা ছাড়িয়ে গিয়েছিল দাবি করে চীন সরকার।

রসিকতা করতে গিয়ে নাকি চীনের সেনাবাহিনী এবং প্রেসিডেন্টকে চরম অপমান করেছেন তারা, তাই এবার শাস্তি ভোগ করতে হচ্ছে তাদের। মোট এক কোটি ৪৭ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে তাদের উপর।ভারতীয় মুদ্রার হিসেবে সেই টাকার পরিমাণ ১৭ কোটি ৩৯ লাখ।

সংস্থার কাছ থেকে অবৈধ রোজগারের অভিযোগে আরো সাড়ে তিন লক্ষ ইউয়ান ভারতীয় মুদ্রায় দেড় কোটি টাকা জরিমানা করে চীন সরকার। জানা গিয়েছে একটি শোতে গিয়ে সঞ্চালক দেশের সেনাবাহিনীর সম্পর্কে কিছু আলটপকা মন্তব্য করে।

আর সেই বেফাঁস মন্তব্য করার জন্য তাদের সমস্যার মুখে পড়তে হয়।। দুটি বাক্য নিয়ে নাকি এই বিতর্ক। বাড়ির পোষ্যদের সম্পর্কে গল্প শোনাচ্ছিলেন দর্শকদের। সেখানে বলা হয় কুকুর এবং কাঠবিড়ালির দ্বন্দ্বের জয়ী হয় কাঠবিড়ালি।

কুকুর সম্পর্কে বলতে গিয়ে তারা জানান ওদের কাজের ধরন খুব সুন্দর ওরা লড়াই করে যুদ্ধ যেতে। শুধুমাত্র এই দুটো কথা বলার জন্যই নাকি এত বড় অপমানের বোঝা। এই দুটো বাক্য নাকি চীনের রাজনীতিতে কখনোই স্বাভাবিক বাক্য নয়।

আসলে ২০১৩ সালে এই বাক্যগুলি ব্যবহার করেছিলেন চীনা প্রেসিডেন্ট। সে দেশের সেনাবাহিনী সম্পর্কে বলতে গিয়ে প্রশংসা সূচক এই বাক্যগুলি ব্যবহার করেন তিনি। আর এই বাক্য লোকের সাথে ব্যবহার করে নাকি চরম দোষ করে ফেলেছে ওই সংস্থা। তার পরিণামেই তাদের ফল ভোগ করতে হচ্ছে।