সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কো’নো কারণ ছাড়াই শ’রী’র দু’র্ব’ল হয়ে পড়ছে? কি ব’ল’ছে জ্যোতিষশাস্ত্র!

শরীর দুর্বল’ – সেতো যে কোনো কারণেই হতে পারে, আবার কোনো কারণ ছাড়াই হতে পারে। এ বিষয়ে জ্যোতিষ কি ধারণা দিচ্ছে তা দেখে নেওয়া যাক।

জ্যোতিষ বলছে কোনো কারণ ছাড়াই যদি কোনো মানুষের শরীর দুর্বল হয়ে পড়ে তবে হনুমানজির অর্চনা করলে আরোগ্য লাভ হতে পারে। শাস্ত্র মতে, হনুমানজির অর্চনা মূলত শনি ও মঙ্গল বার করা হয়ে থাকে। সপ্তাহের ওই দুটো দিনে একটা মিষ্টি পানপাতায় সাতটি গোলাপের পাপড়ি নিয়ে হনুমানজির সামনে রাখতে হবে। হনুমানজির পুজো করে করতে হবে হনূমান চল্লিশা পাঠ। সঙ্গে হনুমানজির দ্বাদশ নামও পাঠ করতে হবে।

হনুমানজি কে প্রণাম করে মনোবাসনা জানাতে হবে, আরোগ্য কামনা করতে হবে। পুজো শেষ করে অর্পন করা গোলাপপাপড়ি সহ পানপাতাটি খেয়ে নিতে হবে ঔষধ হিসাবে। হনুমানজির আশীর্বাদে ধীরে ধীরে রোগী সুস্থ হয়ে উঠবে, শরীরেও দুর্বলতা কাটবে।