করোনার জেরে এখন কেউ সেলুনে সেরকম যাচ্ছেন না। এরফলে আয় কমেছে ক্ষৌরকারদের। এক ক্ষৌরকার সেলুন খোলার জন্য সাহায্য চেয়েছিলেন। তারপর সেই ক্ষৌরকারকে অনুষ্ঠানের মঞ্চে ডেকে আনেন মন্ত্রী, কেমন কাজ করেন তা দেখার জন্য। তারপর চুল, দাড়ি কেটে মন জয় করলেন ক্ষৌরকার। মধ্যপ্রদেশের বনমন্ত্রী বিজয় শাহ ক্ষৌরকারকে সেলুন খোলার জন্য সেখানেই ৬০ হাজার টাকা দিলেন। রোহিদাস গত কয়েক মাস ধরেই করোনার জেরে তেমন কাজ পাচ্ছিলেন না।
বনমন্ত্রী বিজয় শাহ মধ্যপ্রদেশের খাণ্ডোয়া জেলার গুলাইমালে একটি অনুষ্ঠানে আসেন। কিছু সাহায্যের জন্য তাঁকে অনুরোধ করেন রোহিদাস। এরপর মন্ত্রী দক্ষতার প্রমাণ দিতে বলেন। মঞ্চেই মাস্ক পরে চুল, দাড়ি কেটে দেন। বিজয় শাহ পিটিআই-কে জানান, মঞ্চেই চুল কাটালেন, যাতে অন্য লোকজনও ভরসা রাখতে পারেন।
যাতে বুঝতে পারেন, সতর্কতা অবলম্বন করলে কোনও ঝুঁকি নেই। মন্ত্রী তহবিল থেকে টাকাটি দেওয়া হয়। মন্ত্রী আশ্বাস দিয়েছেন, তরুণরা ছোট ব্যবসা শুরু করতে চাইলে সরকার ঋণ দেবে। ঋণগ্রহীতাকে শুধু মূলধন শোধ করতে হবে এবং সুদ মেটাবে মধ্যপ্রদেশ সরকার।