Home ডুয়ার্স সেবকের করোনেশন ব্রিজে ভ’য়া’ন’ক বি’স্ফো’র’ণ, কেঁ’পে উ’ঠ’লো এ’লা’কা! ভাইরাল ভিডিও

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সেবকের করোনেশন ব্রিজে ভ’য়া’ন’ক বি’স্ফো’র’ণ, কেঁ’পে উ’ঠ’লো এ’লা’কা! ভাইরাল ভিডিও

বিস্ফোরণে কেঁপে উঠল পাহাড়। সেবকের করোনেশন ব্রিজে গাড়ির মধ্যে মারাত্মক বিস্ফোরণ। বিস্ফোরণের পরই আগুনের শিখা উঠে গেল বেশ কয়েক ফুট। কালো ধোঁয়ার কুণ্ডলীতে ঢাকা পড়ল পাহাড়ের মুখ।

ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে সেবকের করোনেশন ব্রিজের উপর হঠাৎ করেই একটি বিস্ফোরণ ঘটে। তারপরই চারিদিক থেকে ভেসে আসে চিৎকার এবং ‘জল আনো জল আনো’ আর্তনাদ। হঠাৎই ছুটোছুটি জুড়ে দেন উপস্থিত লোকজন।

আরো পড়ুন: কেন ম’দে’র ‘নাম পাতিয়ালা পেগ? জেনে নিন কারণ

এহেন মনোরম দৃশ্যের কারণে পর্যটকদেরও অতি পছন্দের এই সেতু। ১৯৩৭ সালে কিং জর্জ এবং রানি এলিজাবেথের ‘করোনেশন’কে সামনে রেখে সেবকে সেতুর নাম হয় করোনেশন সেতু।

১৯৪১ সালে সে‌ই সময় প্রায় ৬ লক্ষ টাকা খরচে সেতুর কাজ হয়। সেতুর দুই পাশে বাঘের মুর্তি থাকায় একে বাঘপুলও বলা হয়। ১৭ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত এই সেতু সংযুক্ত করে দার্জিলিং কালিম্পং জেলার সঙ্গে সিকিম এবং ডুয়ার্সকে।

তবে সবাই চমকে গেলেও এটি কোনো নাশকতা নয়, জানা গিয়েছে ওখানে কোনো শ্যুটিং চলছিলো। শ্যুটিংয়ের জন্যই ব্রিজের উপর সব দিক খতিয়ে দেখে বিস্ফোরণ ঘটানো হয়েছে।