সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মিলনের দশ মিনিট পরেই স্মৃ’তি লো’প পেলো বৃদ্ধের! কিন্তু কেন এমন হ’লো?

যৌ’ন মিলনের পরে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তাই অসুস্থ হওয়ার ঘটনাতে অবাক হওয়ার কিছু নেই। সম্প্রতি আয়ারল্যান্ডের এক ব্যক্তি যৌ’ন সংসর্গের পরে হৃদরোগে আ’ক্রা’ন্ত হন। কিন্তু খুব আশ্চর্যের ব্যাপার এই যে স্ত্রীর সঙ্গে যৌ’ন মিলনের দশ মিনিট পর ওই ব্যক্তির স্মৃতি লোপ পায়। আর এই স্মৃতি লোপ পাওয়ার ঘটনা সম্পূর্ণভাবে নতুন।

তবে সেই ব্যক্তি কোনো যুবক নয়। আয়ারল্যান্ডের মেডিক্যাল জার্নালের তরফে জানা গেছে ওই ব্যক্তির বয়স ৬৬ বছর। সম্প্রতি তিনি স্ত্রীর সঙ্গে যৌ’ন মিলনের পরেই বুঝতে পারেন যে তার বেশ কিছু স্মৃ’তি লোপ পেয়েছে। আর তা ঘটে স’ঙ্গ’মে’র মাত্র দশ মিনিট পরেই। ওই মেডিক্যাল জার্নালে আরও জানানো হয়েছে, ওই বৃদ্ধের স্বল্পমেয়াদী স্মৃ’তি লোপ পেয়েছিল।

হঠাৎই খেয়াল করেন তিনি গতকাল কী করেছেন তা কিছুতেই মনে করতে পড়ছেন না। আগের দিন ছিল তাঁর বিবাহবার্ষিকীর অনুষ্ঠান। তাও ভুলে যান বৃদ্ধ। একাধিক জানা বিষয়ে বারবার তিনি স্ত্রী ও সন্তানদের প্রশ্ন করতে থাকেন। আইরিশ মেডিক্যাল জার্নাল জানাচ্ছে, চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই পরিস্থিতিকে বলা হয় TGA অর্থাৎ ট্রানসিট গ্লোবাল অ্যামনেশিয়া।

আরো পড়ুন: ঠিক কোন বয়সে বি’য়ে করলে ছেলেদের আয়ু বা’ড়ে?

৫০ থেকে ৭০ বছরের মধ্যে যাঁদের বয়স, তাঁদের ক্ষেত্রে যৌ’ন মিলনের পরে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক যেমনটা ঘটেছে ৬৬ বছর বয়সী এই বৃদ্ধের ক্ষেত্রে। তবে তা দীর্ঘস্থায়ী নয়, এই রোগ পাঁচ ঘণ্টার বেশি স্থায়ী হয় না। আর এই ব্যক্তির ক্ষেত্রেও বেশ কয়েক ঘণ্টা পরে স্মৃতি ফিরে এসেছিল।

এও জানা যাচ্ছে, এই ঘটনা তার এবারে প্রথম নয়। বেশ কয়েক মাসে আগেও একই ঘটনা ঘটেছিল আইরিশ ব্যক্তির সঙ্গে। যৌ’ন মিলনের কিছুক্ষণ পরে বেশ কিছু তথ্য ও ঘটনা মস্তিষ্ক থেকে প্রায় উবে গিয়েছিল বললেই চলে।

চিকিৎসকরা বলছেন, যৌ’ন’তা ছাড়াও আরও কিছু ক্ষেত্রে অতিরিক্ত শা’রী’রি’ক ক্রি’য়া, অতিরিক্ত ঠান্ডা ও গরম জলে স্নান করা, এছাড়াও মানসিক চাপ, অতিরিক্ত বেদনা থেকেও TGA হানা দিতে পারে।

তাই এ ব্যাপারে একেবারেই ভয় না পেয়ে এই সময় ধৈর্য্য রাখতে হবে। কারণ স্মৃতি ধী’রে ধী’রে ফিরে আসবে। ফলে রোগটিকে খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলেই মনে করছেন চিকিৎসকরা।