সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দিলীপ ঘোষের অপসারণ নিয়ে দু’র্দা’ন্ত ম’ন্ত’ব্য তথাগত রায়ের

বিজেপি রাজ্য সভাপতি পদে রদবদলকে কেন্দ্র করে কার্যত রাজ্য রাজনীতি উত্তাল হয়ে রয়েছে। দিলীপ ঘোষকে সরিয়ে বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে। এই রদবদল প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় মন্তব্য করলেন এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত। পাশাপাশি তিনি দলের নতুন রাজ্য সভাপতিকে শুভকামনা এবং অভিনন্দনও জানিয়েছেন।

২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজ্য BJP-র সভাপতি পদে ছিলেন তথাগত রায়। তার এমন মন্তব্যকে কেন্দ্র করে কার্যত রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য দিলীপ ঘোষকে নিয়ে বিজেপি শিবিরের অন্দরমহলেই একাধিকবার গোলযোগের আভাস পাওয়া গেছে। বিশেষত বিজেপির প্রাক্তন সদস্য বাবুল সুপ্রিয় সঙ্গে প্রকাশ্যেই তাকে দ্বন্দ্বে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে বারবার। বাবুল সুপ্রিয় সদ্য বিজেপি শিবির পরিত্যাগ করে তৃণমূল শিবিরে যোগদান করেছেন।

এমন এক রাজনৈতিক প্রেক্ষাপটে তথাগত রায়ের ‘সময়োপযোগী সিদ্ধান্ত’ মন্তব্যকে কেন্দ্র করে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক শিবিরে। রাজ্য BJP-তে সাংগঠনিক রদবদলের পর টুইট করে শুভেন্দু অধিকারী অবশ্য বিজেপির তরফ এর নতুন সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও অভিনন্দন জানিয়েছেন।

প্রাক্তন রাজ্য BJP সভাপতি তথা BJP নেতা রাহুল সিনহাও সুকান্ত মজুমদারের নতুন পদের দায়িত্ব পাওয়া নিয়ে তার প্রতি শুভকামনা জানিয়েছেন। বিজেপি নেতা সায়ন্তন বসু জানান গেরুয়া শিবিরে সাংগঠনিক রদবদল হওয়াটা খুবই স্বাভাবিক। এই সিদ্ধান্তকে দলের সার্বিক সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।