সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অর্ডার দি’তে সামান্য দে’রি হওয়ায় রেস্তেরা মালিককে গু’লি সুইগির ডেলিভারি বয়ের

খাবারের অর্ডার সময়মতো না দেওয়ার কারণে রেস্তোরাঁর মালিককে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে খাবার ডেলিভারি সংস্থা সুইগির এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে। ঘটনা টি ঘটেছে গ্রেটার নয়ডায় এক রেস্তোরাঁয়। পুলিশ রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে।

নয়ডায় একটি আবাসনের নীচে একটি রেস্তরাঁ রয়েছে সুনীল আগরওয়াল নামের এক যুবকের। মঙ্গলবার রাতে সেখানে একটি অর্ডার নিতে যান ওই ডেলিভারি বয়। পুলিশ সূত্রে খবর, দু’টি খাবারের অর্ডার দেওয়া ছিল। একটি খাবার ঠিক সময়মতো তৈরি হয়ে গেলেও অন্য খাবারটি দিতে একটু দেরি হয়। সেই ঘটনা জেরেই রেস্তোরাঁর এক কর্মীর সঙ্গে বিবাদ বাঁধে ওই ডেলিভারি বয় – এর। সুনীল বিবাদ মেটাতে এলে তখনই ওই যুবক আচমকা তাঁর মাথায় গুলি করেন। এমনই অভিযোগ উঠেছে ওই ডেলিভারি বয় – এর বিরুদ্ধে। সঙ্গে সঙ্গে রেস্তোরাঁর কর্মীরা সুনীলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তৎক্ষণাৎ তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

রাকেশ নাগর নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘আমাকে রেস্তরাঁর এক কর্মী ফোন করে বলে সুনীলকে কেউ গুলি করেছে। আমি যাওয়ার পরে দেখি সুনীল তখনও বেঁচে আছেন। আমি সঙ্গে সঙ্গে পুলিশ ও অ্যাম্বুল্যান্সে খবর দিই। কিন্তু অ্যাম্বুল্যান্স আসতে দেরি হওয়ায় নিজেদের গাড়িতেই আমরা ওকে হাসপাতালে নিয়ে যাই। রাস্তাতে মৃত্যু হয় সুনীলের।’’

বিশাল পাণ্ডে নামের এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘মৃতের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। সিসিটিভি দেখে তাঁর খোঁজ চলছে। খাবার ডেলিভারি সংস্থার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তবে এর পিছনে আদতে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’’