সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’রা’ট শক্তিশালী টাইফুন “নানমাডোল” ধে’য়ে আসছে উপকূলের দি’কে

জাপান এমন একটি দেশ যেখানে ভূমিকম্প, আগ্নেয়গিরি, টাইফুন এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগে ঘেরা একটি দেশ। কিন্তু তারা সমস্ত কিছু কে উপেক্ষা করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশে পরিনত হয়েছে। এবার ওয়ার্ল্ড মেটিয়োরোলোজিকল ডিপার্ট্মেন্টের তরফ থেকে যে খবর পাওয়া গেছে সেটা জাপানের জন্য খুবই চিন্তার।

কারণ ফের টাইফুন হানা দিচ্ছে জাপানে। টাইফুন নানমাডোল একটি শক্তিশালী ঝড় হানা দিতে চলেছে জাপানে। বিশেষ করে উপকূলে এই টাইফুনের বেশি প্রভাব পরবে।

যার ভয়াবহতা দারুণ ভয়ঙ্কর একটি রুপ নেবে বলেও আন্দাজ করা হয়েছে ইতিমধ্যে। জাপান প্রশাসন ইতিমধ্যেই নানমাডলকে বর্ণনা করেছে।

আরো পড়ুন: পুরীর জগন্নাথ মন্দিরের র’ত্ন’ভা’ন্ডা’র খো’লা হতে পারে শীঘ্রই, অ’পে’ক্ষা সরকারের অনুমতির জন্য

এই ভয়াবহ ঝড়ের কবলে ২০ লক্ষ মানুষের বেশী পরতে চলেছে, যার কারণেই তাদের ইতিমধ্যেই ইভাকুয়েট করা হয়েছে। নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

আর বেশী সময় নেই, জাপানের উপকূলে শীঘ্রই এই টাইফুন আছড়ে পরতে চলেছে। তাই প্রশাসনের তরফ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ইতিমধ্যেই।