হরিণের সিং সহ তিন যুবককে আটক করল এসএসবি ৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। ধৃতদের নাম শিবল মাহালী (২১), গৌতম নায়েক (২২) বিকাশ মুন্ডা (২২)। তিনজনই মাটিগাড়া এলাকার বাসিন্দা।
সূত্রের খবর বাগডোগরার দালগা ফরেস্টের জংলীবাবা মন্দির সংলগ্ন এলাকা থেকে হরিণের সিং সহ ওই তিন যুবককে আটক করে এসএসবির ৮ নম্বর ব্যাটেলিয়ান। এবং উদ্ধার হওয়া হরিণের সিং সহ তিনজনকে বাগডোগরা বনবিভাগের হাতে তুলে দেওয়া হবে জানা গিয়েছে।