সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মানতেই হবে এই কয়েকটি জ’রু’রি শ’র্ত, নাহলে আবাস যোজনার বাড়ি আর মি’ল’বে না!

বাংলায় আবাস যোজনা নিয়ে দুর্নীতির খবর বারবার প্রকাশ্যে এসেছে। এই আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য বিজেপির পক্ষ থেকে কেন্দ্রকে একটি চিঠি লেখা হয়।। সেই মতো কেন্দ্রীয় টিম আসে আবাস যোজনার বিভিন্ন উপভোক্তাদের বাড়ি পর্যবেক্ষণ করতে।

যদিও জানা গিয়েছে তেমন কিছু গরমিল চোখে পড়েনি তাদের। শাসকদলের পক্ষ থেকে জানানো হয়েছে বিজেপি নেতাদের যে অভিযোগ তা শুধুমাত্র রাজনীতি করবার জন্য। শুক্রবার আবাস যোজনা নিয়ে রাজ্যের নানান কর্মসূচির প্রশংসায় পঞ্চমুখ হন কেন্দ্রীয় কমিটির কর্তারা।

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের উচ্চপদস্থ শীর্ষ আধিকারিক জানান বাংলায় যথেষ্ট সফল আবাস যোজনা। প্রতিটি জেলায় আবাস যোজনা ঘিরে যে অভিযোগ এসেছিল তার খতিয়ে দেখা হয়েছে বলেও জানান তিনি। তবে কিছু কিছু জায়গায় চোখে পড়েছে অমিল তালিকা থেকে কিছু নাম বাদ দেওয়া হয়েছে বলেও জানান তারা।

আরো খবর: মা’ঝ সমুদ্রে ২৪ দিন ধ’রে আ’ট’কে ছিলেন এই ব্যক্তি, ম্যাগি মশলা ও কেচাপ খেয়েই বেঁ’চে ছিলেন

মোট ১৫ দফা শর্ত বেঁধে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। ওই ১৫ টি শর্তের যে কোন একটি বিদ্যমান থাকলে আবাস যোজনার ঘর মিলবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। ১৫ টি শর্তে জানানো হয়েছে পরিবারে অন্য কোন সরকারি যোজনায় ঘর পেয়ে থাকলে মিলবে না ঘর।

পাকা বাড়ি থাকলে হবে না যদি ৩ বা চার চাকার ট্রাক্টর গাড়ি থাকে তাও মিলবে না ঘর। নিজস্ব ফ্রিজ থাকলে হবে না। পরিবারের যে কোন একজন সদস্যের বেতন ১০ হাজার টাকার বেশি হওয়া চলবে না। কিষান ক্রেডিট কার্ড বাইক গাড়ি যন্ত্রচালিত ইঞ্জিন কিংবা ট্রলার থাকলেও মিলবে না ঘর।

পরিবারে কেউ যদি সরকারি চাকরি করেন তবেও এই ঘর পাওয়া যাবে না এমনকি পরিবারের সরকারি নথিভূক্ত যদি কোন অকৃষি উদ্যোগ সংস্থা থাকে সেক্ষেত্রেও বাড়ি পাওয়ার যোগ্য হবে না উপভোক্তারা।