সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বসে বসে না’কি ট্রেন গুনতে হ’বে! সরকারি চাকরি দেওয়ার না’ম করে কোটি কোটি টা’কা প্র’তা’র’ণা

সরকারি চাকরির নামে কোটি কোটি টাকার প্রতারণার শিকার হলেন তামিলনাড়ুর ২৮ জন যুবক। চাকরি পেতে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে তাঁদের। এমনি তাঁরা বুঝতেও পারেননি কেমন প্রতারকের পাল্লায় পড়েছেন।

এই ঘটনা গত জুন-জুলাইয়ের। নয়াদিল্লির রেল স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে ‘পোস্টিং’ হয়েছিল প্রার্থীদের। কাজ ছিল কোন ট্রেন কখন ঢুকছে, কখন বেরচ্ছে।

এই চাকরি পেতে ২ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত ঘুষ দিয়েছেন একেক জন। জানানো হয়েছিল, টিকিট পরীক্ষক থেকে করণিকের মতো নানা পোস্টে চাকরি পেলেও তাঁদের ১ মাসের প্রশিক্ষণ হিসেবে ওই ট্রেন গোনার কাজ করতেই হবে। এবং তাও দিল্লি গিয়ে।

আরো খবর: বিশ্বরে’ক’র্ড করলেন এই মহিলা, একসঙ্গে ৯ টি সন্তানের জ’ন্ম দিলেন

জানা গিয়েছে ৭৮ বছরের এম সুব্বাস্বামী, যিনি রেলেই প্রাক্তন কর্মী তিনি রয়েছেন এর পিছনে। প্রতারকের সঙ্গে ওই যুবকদের যোগাযোগের যোগসূত্র ছিলেন তিনিই।