Home রাজ্য সুন্দরবনে লঞ্চে বসে ইলিশ মাছ দিয়ে বিন্দাস লা’ঞ্চ করুন, অ’ফা’র দিচ্ছে IRCTC

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সুন্দরবনে লঞ্চে বসে ইলিশ মাছ দিয়ে বিন্দাস লা’ঞ্চ করুন, অ’ফা’র দিচ্ছে IRCTC

বৃষ্টির দিন মানেই গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। বর্ষার শুরুতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছের আমদানিতে বেজায় খুশি ইলিশ প্রেমীরা। তাই এই মরশুমে প্রতি সপ্তাহের শেষেই মোহনাতে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো।

আর এখন তো শুধু রূপোলি শস্যের টানেই ছুটে চলা মোহনার দিকে। শুধু তাই নয় বিভিন্ন রেস্তোরাঁতেও পাল্লা দিয়ে শুরু হয়েছে ইলিশ উৎসব। তবে এবার এই বর্ষামুখর মরশুমে পর্যটকদের আনন্দ দ্বিগুণ করে দিতে IRCTC ইলিশ উৎসবের আয়োজন করল।

আর এই ইলিশ উৎসব কোথায় হবে বলুন তো! সুন্দরবনে একেবারে গঙ্গাবক্ষে। IRCTC-র তরফে জানানো হয়েছে, এই গঙ্গাবক্ষে ভ্রমণ শুরু হবে আগামী ১৪ই আগস্ট থেকে।

আরো পড়ুন: সুগারের ওষুধ এখন আগের থেকে অনেকটা স’স্তা হচ্ছে, কমছে ৮৪ টি জরুরি ওষুধের দা’ম

মোট ২ রাত লঞ্চে কাটানোর সুযোগ পাবেন পর্যটকরা। বুকিং এর জন্য খরচ ৬৩১০ টাকা, তবে ৫বছরের নীচের বাচ্চাদের কোনো বুকিং চার্জ লাগবে না।

ইলিশ উৎসবে গিয়ে লঞ্চে নিজের জন্য আলাদা ঘর নিতে চাইলে বুকিং-এ খরচ পড়বে ৮০০০ টাকা। আর ৩জন মিলে একসাথে থাকলে মাথাপিছু ৬৩১০টাকা করেই পড়বে।

পর্যটকদের এ ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য প্রতি বছর কোথাও না কোথাও এই ইলিশ উৎসবের আয়োজন করা হয়। গত বছর ইলিশ উৎসব আয়োজিত হয়েছিল দীঘাতে।

সূত্রে খবর, ইতিমধ্যে ইলিশ উৎসবে সামিল হতে এতই বুকিং এসেছে যে বেশিরভাগ লঞ্চ, হোটেল সব বুক হয়ে গেছে। তবে আদতে ইলিশের কি এত জোগান এসেছে?