সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে লম্বা মহিলা হলেন ইনি, উ’চ্চ’তা জা’ন’লে চ’ম’কে উঠবেন

পৃথিবীতে বেশিরভাগ মানুষই নিজের যত টুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকেন না। যে খুব লম্বা সে সেইটা নিয়ে দুঃখপ্রকাশ করেন আবার যে খুব বেটে তাঁর আবার লম্বা হওয়ার ইচ্ছে হয়। কিন্তু সম্প্রতি জানা যাচ্ছে তুরস্কের এক তরুণী এতটাই লম্বা যে সে এর মধ্যেই ওয়ার্ল্ডের গিনিস বুকে নাম তুলে ফেলেছে।

আর পৃথিবীর সবচেয়ে লম্বা এই মহিলাটির নাম হলো রুমেসা গেলগী। তার বয়স মাত্র ২৫ বছর। তিনি তুর্কির বাসিন্দা এবং তার উচ্চতা ৭ ফিট ৭ ইঞ্চি। যেখানে দিলিপ সিং যাকে দ্যা গ্রেট খলিল বলা হয়। তাঁর উচ্চতা ৭ ফিট ১ ইঞ্চি। কিন্তু এই মেয়ে তাঁকেও ছাপিয়ে গেছে। এই তরুণীর হাইট প্রায় ৬ ইঞ্চ বেশি দিলিপ সিংয়ের থেকেও।

কিন্তু কিভাবে হলেন তিনি এত লম্বা আসুন জেনে নেওয়া যাক। জানা যাচ্ছে, এই অতিরিক্ত লম্বা হাওয়া টা তাঁর জেনেটিক ডিসঅর্ডার উইভার সিনড্রোম রোগের কারণে হয়েছে। এটি একটি বংশানুক্রমিক রোগ। খুব রেয়ার কিন্তু দেখা যায় এই রোগ মানুষের মধ্যে। এই রোগের কারণে হাত পা লম্বা লম্বা হয়ে যেতে থাকে। মাথাও বাড়তে থাকে।

আরো পড়ুন: কলকাতায় এসে স্প’ষ্ট বাংলা বললেন ধোনি, নি’মি’ষে ভাইরাল ভিডিও

তবে এর সাথে যেটা খারাপ তা হলো যারা এই রোগে ভোগেন তাঁদের ব্রেন কাজ করা একটু একটু করে কমাতে থেকে। এই রোগ তখনই হয় যখন জিন মিউটেটেড হয়ে যায়। তখনই হারের গ্রোথ বাড়তে থাকে।

 

View this post on Instagram

 

A post shared by RUMEYSA GELGI (@rumeysagelgi)


তবে গিনিস বুকে নাম উঠলেও গেলগীর জন্য এই এত লম্বা অবস্থায় থাকাটা সত্যি কষ্টকর। তাঁকে চলা ফেরা করার জন্য হুইলচেয়ারের ব্যাবহার করতে হয়। খেতে গেলেও অনেক সাবধানে খেতে হয়। খাবার আটকে গেলে গলায় নিশ্বাস পর্যন্ত নেওয়া মুস্কিল হয়ে যায় বলে জানা যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by RUMEYSA GELGI (@rumeysagelgi)