সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাঠানের Action সিনে ছিলেনই না শাহরুখ-জন! সিনেমার আ’স’ল নায়ক কারা-কারা?

চার বছর পর আবারো পর্দায় কাম ব্যাক করেছেন শাহরুখ খান। যাকে বলে একেবারে রাজার মত ফিরে এসেছেন তিনি। যশরাজ ফিল্মস বহু বছর পর আবার কাজে লাগাতে পেরেছে শাহরুখকে। গোটা ছবিটাই একশন নির্ভর। ছবির শুরু থেকেই শেষ পর্যন্ত রয়েছে টানটান উত্তেজনা। তবে তার মধ্যে প্রেম ভালোবাসার কিছু ছোঁয়াও রয়েছে।

এই ছবিতে খলনায়ক হিসেবে জন আব্রাহাম আলাদা প্রশংসার দাবি রেখেছেন। সেই সঙ্গে মানানসই অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন দীপিকা পাড়ুকোন। কখনো বন্দুক নিয়ে আবার কখনো হেলিকপ্টার থেকে ঝুলতে ঝুলতে দীপিকা থেকে শাহরুখ চিনিয়ে দিয়েছেন তারা জাত অভিনেতা অভিনেত্রী।

ঠিক যেন মনে হচ্ছে কোন হলিউড ছবি। যে বয়সে ছেলের নায়ক হওয়ার কথা সেই বয়সে রীতিমত ধুন্ধুমার লাগিয়ে দিয়েছেন শাহরুখ খান। তবে শুধুমাত্র শাহরুখ কেন এই ছবিতে সকলেই তাদের অভিনয়ে দ্বারা দর্শকদের মন জয় করেছেন। তবে জানেন কি শাহরুখের এই নিখুঁত স্টান্ট নির্মাণে কাদের ভূমিকা ছিল? তিনি হলেন প্রশান্ত ওয়াল্ডে।

আরো খবর: “সরকারি চাকরিওয়ালা পাত্রী চাই”, পোস্টার হাতে বি’য়ে’র জন্য রাস্তায় ধ’র্ণা ব্যক্তির

শাহরুখের মুখের সঙ্গে প্রশান্তর মিল খুঁজে পেয়েছেন অনেকেই। এক দশকের বেশি সময় ধরে তিনি শাহরুখের নকল হিসেবেই কাজ করেছেন। যেসব ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলি করতে খুব একটা সাহস পান না কিং খান সেগুলি দিয়ে দেওয়া হয়। প্রশান্তকে। শুধুমাত্র প্রশান্ত নয় আরো ২৬ জন একই ভাবে সঙ্গত করেছেন শাহরুখ খানকে।

সার্কাস লাইগার সূর্যবংশি শেরশাহ বাঘি আর আর আর ছবিতেও কাজ করেছেন তিনি স্টান্টম্যানের ভূমিকায়। পাঠানে কয়েক মিনিটের কামিও রোলে দেখা গিয়েছে সালমান খানকে। তিনি যে অ্যাকশন দৃশ্য গুলি করেছেন তার পিছনে ছিলেন নাজিম খান।

বজরঙ্গি ভাইজান ছবিতেও একইভাবে দেখা গিয়েছিল তাকে। জন আব্রাহামের স্টান্টম্যান হয়েছিলেন ইয়ান উইলিয়ামস। দা মমি ব্লাড শট, সহ বিভিন্ন ছবিতে তাকে দেখা গিয়েছিল। দীপিকা পাড়ুকোনের জন্য এই ছবিতে কোন স্টানটম্যানের প্রয়োজন হয়নি। সবকটা অ্যাকশন দৃশ্যে তিনি নিজেই নজর কেড়েছেন।