সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফোন নম্বর সেভ ক’রা ছাড়াই এবার WhatsApp থেকে মেসেজ পা’ঠা’ন, জানুন প’দ্ধ’তি

বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ এর জনপ্রিয়তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেই কারণেই হোয়াটসঅ্যাপের নতুন নতুন ফিচার এড করা হচ্ছে সংস্থার তরফ থেকে ।

সম্প্রতি ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হয়েছে, কিভাবে তারা নম্বর সেভ না করে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে সক্ষম হবে? কিছু third-party অ্যাপ রয়েছে যেগুলো দ্বারা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট সেভ না করেও সহজেই আপনি মেসেজ করতে পারবেন।

কিন্তু এখানে সমস্যা রয়েছে নিরাপত্তার, তাই সেটা ব্যবহার না করাই ভালো। ইতিমধ্যে হোয়াটসঅ্যাপে সব নতুন ফিচার যোগ হওয়ার কারণে, বর্তমানে আরো বেশি সুরক্ষিত ও সুবিধা যোগ্য হয়ে উঠেছে।

আরো পড়ুন: CBI তদন্তের গতিপ্রকৃতি নি’য়ে হ’তা’শা ব্যক্ত করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

প্রথমদিকে নম্বর সেভ না করে হোয়াটসঅ্যাপের মেসেজ করা যেত না ঠিকই, কিন্তু এখন ভার্সনের পরিবর্তন হয়েছে। যার কারণে এই কাজ আরো সহজ হয়ে উঠেছে। খুব কম সময়ের মধ্যেই একজন মানুষ কন্টাক্ট নাম্বার সেভ না করেও একে অপরের সাথে কথা বলতে পারে।

একটি শর্টকাট মেথড এর মাধ্যমে, আপনার মোবাইলের যে কোন একটি ব্রাউজার খুলুন এবং এড্রেস বারে গিয়ে https://wa.me/phonenumber টাইপ করুন।

তবে হ্যাঁ এই লিংকে লক্ষ্য করুন ফোন নম্বর বলে একটি শব্দ রয়েছে, সেখানে আপনি নিজের ফোন নম্বর যোগ করুন অনেকটা এমন https://wa.me/991125387। এরপরেই কন্টিনিউটি নামে একটি অপশন সামনে উঠে আসবে। সেখানে টাচ করলেই, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সমস্ত তথ্য পাঠানো হবে।