সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

খো’লা বা’জা’রে ক’ম দা’মে বি’ক্রি হ’চ্ছে সাগর’দি’ঘী’র মা’ছ! খু’শি স্থা’নী’য় বা’সি’ন্দা’রা

খোলা বাজারে কম দামে বিক্রি হচ্ছে সাগরদিঘীর মাছ! খুশি স্থানীয় বাসিন্দারা

মালদহ – খোলা বাজারে খুচরো দরে বিক্রি হচ্ছে সাগরদিঘীর মাছ। সরকারি সহায়ক মূল্যে মালদহের সাগরদিঘী মৎস্য প্রজনন কেন্দ্রের রুই কাতলা সহ বিভিন্ন মাছ পাচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি পাইকারি দরেও বিক্রি হচ্ছে। নিয়মিত নয়, সপ্তাহের যে দিন গুলিতে মাছ ধরা হচ্ছে , সেই দিন বিক্রি হচ্ছে মাছ। বাজারের তুলনায় কম দামে বড় মাছ পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। সাগরদিঘি মৎসপ্রজনন কেন্দ্রে মাছ বিক্রি কেন্দ্র তৈরি করা হয়েছে।

সেখান থেকে প্রতিবছর সরকারি সহায়ক মূল্য মাছ বিক্রি হয়ে থাকে। এবারো সরকারি এই মাছের বাজার খোলা হল সাধারণ মানুষের জন্ম। প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন এই মৎস্য প্রজনন কেন্দ্র থেকে সাধারণ মানুষের কাছে সরকারী সহায়ক মূল্যে মাছ বিক্রি করা হয়। স্থানীয় আশেপাশের বাসিন্দারা কম দামে মাছ কিনতে পেরে খুশি। শুধু খোলাবাজারেই নয় সরকারি মৎস্য প্রজনন কেন্দ্রের মাছ পাইকারি মূল্য বিক্রি করা হয়ে থাকে এখান থেকে।

সাগরদিঘীতে রুই কাতলা সিলভার কাপ সহ বিভিন্ন প্রজাতির মিষ্টি জলের মাছ চাষ করা হয়ে থাকে। এখানকার বড় মাছ পাইকারি ও খুচরা মূল্যে বাজারে বিক্রি করা হয় সরকারি উদ্যোগেই। তবে মাঝে কিছুদিন সরকারি সহায়ক মূল্যে খুচরো মাছ বিক্রি বন্ধ ছিল এই প্রজনন কেন্দ্রে। মালদহ জেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, সম্পূর্ণ সরকারি সহায়ক মূল্যে মাছ বিক্রি করা এখানে। মাছের ওজন হিসাবে দাম ধার্য করা রয়েছে। ১ কেজির নিচে রুই বা কাতলা মাছ ১০০ টাকা কেজি। এক থেকে দেড় কেজির মধ্যে রুই ও কাতলা মাছ দেড়শো টাকা কেজি। ২ কেজির ওপরে যে সমস্ত মাছ পাওয়া যায় সেগুলি ২০০ টাকা কেজি দরে বিক্রি হয় খুচরো বাজারে।