সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্যাটেলাইটে বি’ষ্ঠা’র ছবি ধ’রা পড়লো, নতুন কাদের খোঁ’জ পেলেন বিজ্ঞানীরা?

স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে দুনিয়া যেন হাতের মুঠোয় চলে এসেছে আমাদের। এই প্রযুক্তি ব্যবহার করে আন্টার্টিকা এমপেরোর পেঙ্গুইনদের নতুন প্রজাতির খোঁজ পেলেন বিজ্ঞানী ও গবেষকরা। আন্টার্টিকা মহাদেশে পেঙ্গুইনদের বসবাস সেই মহাদেশেই উপকূল রেখার একেবারে ধার বরাবর এই পেঙ্গুইন প্রজাতির আস্তানা গেড়েছে।

যার অর্ধেকটা ধরা পড়েছে উপগ্রহ চিত্রের মাধ্যমে। বিশেষজ্ঞ দল ইউরোপীয় কমিশনের কোপার্নিকাস সেন্টিনাল ২ স্যাটেলাইটের সাহায্যে এগুলি পরীক্ষা করে। একের পর এক ছবিগুলি মিলিয়ে দেখা হয় ম্যাক্সর ওয়াল ভিউ ৩ স্যাটেলাইটের সাহায্যে এই ছবিগুলি আরো উন্নতভাবে ধরা পড়ে বিজ্ঞানীদের চোখে।

পাখির মলের সাহায্যে প্রথমে পেঙ্গুইন আবিষ্কার করতে উঠে পড়ে লাগেন বিজ্ঞানীরা। পেঙ্গুইনের মল খয়রি রঙের হয় যা অন্যান্য পাখিদের থেকে আলাদা বরফ এবং পাথরের উপর এই মল দেখা গিয়েছে। তা থেকেই মনে করা হচ্ছে পেঙ্গুইনের একটি প্রজাতি রয়েছে আন্টার্টিকায়। পশ্চিম আন্টার্টিকার নতুন সাইট ভারলীগার পয়েন্টে ৫০০ রকমের পাখি রয়েছে।

আরো খবর: বিশ্বের এই জায়গার লোকজন ১০০ বছরেরও বে’শি বাঁ’চে’ন, অদ্ভুত ত’থ্য পেলো বিজ্ঞানীরা

এই পেঙ্গুইনদের বংশবৃদ্ধির জন্য প্রয়োজন হয় সামুদ্রিক বরফ তাই তারা এমন অঞ্চলে থাকে যেখানে সামুদ্রিক বরফপুরু অবস্থায় থাকে। তাই এই ধরনের অঞ্চলে পরীক্ষা নিরীক্ষা করা বেশ কঠিন হয়ে পড়ে। কারণ দুর্গম পাহাড়ের থেকেও আরো দুর্গম এই ধরনের পুরু বরফে ঢাকা অঞ্চল সেখানকার তাপমাত্রা পৌঁছে যায় মাইনাস ৬০ ডিগ্রী সেলসিয়াসে।

পনেরো বছর ধরে ব্রিটিশ আন্টার্টিক সার্ভের বিজ্ঞানীরা নানান রকম গবেষণা করেও সফল হতে পারেননি। এদিকে উপকূলীয় বরফ গলে যাওয়ার ফলে সমস্যা বাড়ছে এমপেরর পেঙ্গুইনদের। তাদের অবস্থান এখন ঝুঁকির মুখে।

জলবায়ু পরিবর্তনের কারনে তাদের বাসস্থানের পরিমাণও কমে যাচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণে ৮০ শতাংশ পেঙ্গুইন এখন বিলুপ্তির পথে চলে গিয়েছে। গবেষণাটির মূল বিষয় ছিল মহাকাশ এবং বন্যপ্রাণী।তবে ম্যাক্সর টেকনোলজির সাহায্যে যে ছবি ধরা পড়েছে তাতে কিছুটা সন্তোষ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।