সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিমানবন্দরে সালমান খানের প’থ আ’ট’কে এখন বি’পা’কে CISF জওয়ান, বা’জে’য়া’প্ত হলো মোবাইল

মুম্বাই বিমানবন্দরের গেটে সালমান খানকে আটকে দিয়েছিলেন CISF জওয়ান। তার জন্য নেট মাধ্যমে সকলের থেকে কুর্নিশ পেয়েছেন তিনি। তবে সেই ঘটনার কয়েকদিনের মাথাতেই চরম বিপাকে পড়লেন এএসআই সোমনাথ মোহান্তি। বাজেয়াপ্ত করা হলো তার মোবাইল। তিনি যাতে তার মোবাইল ব্যবহার করে সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করতে না পারেন তার জন্যই এমনটা করা হয়েছে বলে জানা গিয়েছে।

টাইগার ৩ এর শুটিং করার জন্য রাশিয়া গিয়েছেন সালমান। বিমানবন্দরে যাওয়ার আগে তার অনুরাগীরা তার দিকে ধেয়ে আসেন। অনুরাগীদের দেখে তাদের সঙ্গে সেলফি তুলতে মগ্ন হয়ে পড়েন ভাইজান। সেই সময় তিনি বিমানবন্দরে ঢোকার নিয়ম কানুন রীতিমতো ভুলেই গিয়েছিলেন। সালমানের এই উদাসীনতায় কার্যত বেশ বিরক্ত হন বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত সিআইএসএফ জওয়ান।

তিনি সালমানকে কড়া ভাষায় বলেন, ‘আগে নিয়ম রক্ষা করুন, তারপরে এইসব করুন।’ তিনি কার্যত বুঝিয়ে দিয়েছেন নিয়ম সকলের জন্যই এক। সালমান খান বলিউডের অভিনেতা বলে তার জন্য আলাদা নিয়ম নয়। তার এমন দায়িত্ব জ্ঞানে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। সকলেই তার প্রশংসা করছেন। রাতারাতি নেট মাধ্যমিক হিরো বনে গিয়েছেন তিনি।

তবে সালমান খানকে বিমানবন্দরের গেটে আটকানোর মাশুল দিতে হলে তাকে। এই বিষয়টি নিয়ে তিনি যাতে সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনা করতে না পারেন তার জন্য তার ফোনটি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। এমনকি ডিপার্টমেন্টের কাছে প্রশ্নের মুখেও পড়তে হয়েছে তাকে। তিনি কোনো সংবাদমাধ্যমের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।